ঢাকা শুক্রবার, মে ১৬, ২০২৫
রাজবাড়ীতে ৪৬তম বিজ্ঞান প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৫-১৫ ১৫:১১:৩৩

 “জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ গতকাল ১৫ই মে বিকাল ৩টায় কালেক্টরেটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।  
 এর আগে গত ১৪ই মে রাজবাড়ী অফিসার্স ক্লাব প্রাঙ্গণে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় দুই দিনব্যাপী এই মেলা শুরু হয়। আজ দ্বিতীয় দিনে পুরস্কার বিতরণের মাধ্যমে মেলার কার্যক্রম শেষ হলো।
 রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্যের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক সুলতানা আক্তার বক্তব্য রাখেন। 
 জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ হাফিজুর রহমানের সঞ্চালনায়  বিশেষ অতিথি হিসেবে জেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান বক্তব্য রাখেন।
 জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, বিজ্ঞানকে অস্বীকার করা যাবে না, কেননা বিজ্ঞান ছাড়া আমরা চলতে পারব না। তাই আমাদের সবাইকে বিজ্ঞান সম্পর্কে জানতে হবে। বিজ্ঞানমনস্ক হতে হবে। বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে, নতুন নতুন আবিষ্কার করতে হবে।
 আলোচনা সভা শেষে জেলা প্রশাসক সুলতানা আক্তারসহ অন্যান্য অতিথিরা সমাপনী দিনে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
 জানা গেছে, বিজ্ঞান বিষয়ক কুইজ-২০২৫ এর প্রাথমিক বাছাই প্রতিযোগিতায় প্রথম হয়েছে পাংশা সরকারী জর্জ উচ্চ বিদ্যালয়, ২য় হয়েছে আখরজানি উচ্চ বিদ্যালয় ও ৩য় হয়েছে সমাধিনগর আর্য্যসংঘ বিদ্যা মন্দির মাধ্যমিক বিদ্যালয়।
 ৯ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ২০২৫ এর প্রতিযোগিতায় সিনিয়র গ্রুপে প্রথম হয়েছে রাজবাড়ী সরকারী কলেজের একাদশ শ্রেণির আশিক ইলাহী, ২য় হয়েছে বালিয়াকান্দি সরকারী কলেজের দ্বাদশ শ্রেণির শেখ সামি, ৩য় হয়েছে ড. কাজী মোতাহার হোসেন কলেজের দ্বাদশ শ্রেণির ওয়াহিদ তওসিফ অমিও, ৪র্থ হয়েছে বালিয়াকান্দি সরকারী কলেজের দীপা সাহা ও ৫ম হয়েছে রাজবাড়ী সরকারী কলেজের একাদশ শ্রেণির ফাহমিদ জাওয়াদ খান।
 এছাড়াও ৯ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ২০২৫ এর প্রতিযোগিতায় জুনিয়র গ্রুপে ১ম হয়েছে রতনদিয়া রজনীকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির মিতুল দাশ, এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপিঠের ১০ শ্রেণির ফাহমিদা আনজুম ইরা, বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির জায়েদ বিন জালাল, ৪র্থ হয়েছে সমাধিনগর আর্য্যসংঘ বিদ্যা মন্দির মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির মিথিলা মন্ডল ও ৫ম হয়েছে একই বিদ্যালয়ের দশম শ্রেণির সাহিত্য সরকার।
 অপরদিকে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের স্টল গুলোর মধ্যে জুনিয়র গ্রুপে ১ম হয়েছে রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়, ২য় হয়েছে রাজবাড়ী সরকারী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ও ৩য় হয়েছে এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠ।
 ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের স্টল গুলোর মধ্যে সিনিয়র গ্রুপে ১ম হয়েছে রাজবাড়ী সরকারী কলেজ, ২য় হয়েছে ড. কাজী মোতাহার হোসেন কলেজ ও ৩য় হয়েছে রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজ।
 এছাড়াও বিশেষ গ্রুপে ১ম হয়েছে আর্য্যভট্ট গণিত পাঠশালা, ২য় হয়েছে এটোমিক কোয়ান্টাম অ্যালিয়েন্স ও ৩য় হয়েছে বিজ্ঞান চেতনা ক্লাব।

রাজবাড়ীতে মেধা ও যোগ্যতার ভিত্তিতে  পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেল ১৫জন
রাজবাড়ীতে ৪৬তম বিজ্ঞান প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ
দেশের যারা কল্যাণ চায় না তারা যেন কোন সুযোগে রাস্তায় উঠতে না পারে --রেজাউল করিম
সর্বশেষ সংবাদ