রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের তেঁতুলিয়া বাজারে চন্দনা নদীর পাড়ে অবৈধ ঘর উত্তোলন করছিল ভূমিদস্যুরা।
গত ১৪ই মে বিকালে বিষয়টি জানতে পেয়ে উপজেলা প্রশাসন মোবাইল কোর্ট বসিয়ে নির্মাণকৃত একটি অবৈধ ঘর ভেঙ্গে দেয় এবং ঘরটি নির্মাণের দায়ে দোষী ব্যক্তিকে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুসারে ২হাজার টাকা জরিমানা করে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন।
বালিয়াকান্দি থানা পুলিশের একটি টিম মোবাইল কোর্টকে সহযোগিতা করেন।