রাজবাড়ী জেলার কালুখালীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদরের বাজার তদারকি অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে ১৩হাজার টাকা জরিমানা করা য়েছে।
গত ১৪ই মে সকালে কালুখালী উপজেলার লাড়িবাড়ী বাজারে এই অভিযান চালানো হয়।
জানা গেছে, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে কালুখালী উপজেলার লাড়িবাড়ী বাজারে অভিযান পরিচালনা করে। এ সময় প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রি বা সরবরাহ না করা এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধে “মেসার্স আর জি মেডিকেল হল”কে ১০হাজার টাকা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধে “বিসমিল্লাহ মিষ্টান্ন ভান্ডার”কে ৩হাজার টাকা জরিমানা করা হয় এবং তাদের সতর্ক করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জানান, কালুখালী উপজেলার লাড়িবাড়ী বাজারে একটি ঔষুধের দোকান ও একটি মিষ্টির দোকানে অভিযান চালিয়ে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য্য কুমার প্রামাণিকসহ জেলা পুলিশের টিম উপস্থিত ছিলেন।