রাজবাড়ী পৌরসভার ৫নং ওয়ার্ডের কাজীকান্দা প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্ট সিজন-৪ এর কোয়ার্টার ফাইনালের খেলা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৬ই মে বিকেলে পৌরসভার ৫নং ওয়ার্ডের কাজীকান্দা মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে রামচন্দ্রপুরের বৈশাখী ফুটবল একাদশ ও রাজবাড়ী পৌরসভার ধুঞ্চি এনায়েত করিম স্মৃতি সংঘ একাদশ অংশগ্রহণ করে। খেলার নির্ধারিত সময়ে ১-১ গোলে অমিমাংশিতভাবে খেলা শেষ হয়। পরে খেলা গড়ায় ট্রাইবেকারে। ১ম ট্রাইবেকারে উভয় দলই ৫টি পেনাল্টির মধ্যে তিনটি তিনটি করে গোল করে আবারো সমতা করে। পরবর্তী ২য় ট্রাইবেকারে একটি পেনাল্টি শট হলে বৈশাখী ফুটবল একাদশ ১-০ গোলে ধুঞ্চি এনায়েত করিম স্মৃতি সংঘ একাদশকে পরাজিত করে বিজয়ী হয়।
খেলা শেষে কোয়ার্টার ফাইনালের ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হওয়ায় বৈশাখী ফুটবল একাদশের খেলোয়াড় সৌরভের হাতে অতিথি ও টুর্নামেন্টের কমিটিরা পুরস্কার তুলে দেন।
এ সময় পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপির সদস্য রিদুল, ৫নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক সজল মন্ডল রুবেল, ৫নং ওয়ার্ড যুবদলের নেতা হেলাল ও জেলা ছাত্রদলের কাজী জামিলসহ টুর্নামেন্ট পরিচালনা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
আজ ১৭ই মে বিকেলে তৃতীয় কোয়ার্টার ফাইনালের খেলা অনুষ্ঠিত হবে। এ খেলায় কাজীকান্দা ফুটবল একাদশ ও টার্মিনাল ফুটবল একাদশ প্রতিদ্বন্দ্বিতা করবে।
উল্লেখ্য, গত ৯ই মে থেকে ৫নং ওয়ার্ডের কাজীকান্দা মাঠে কাজীকান্দা প্রিমিয়ার লীগের সিজন ৪ এর টুর্নামেন্ট শুরু হয়। টুর্নামেন্টে রাজবাড়ী পৌরসভা ও পৌরসভার বাইরে থেকে মোট ১৬টি টিম খেলায় অংশগ্রহণ করে।