ঢাকা শনিবার, মে ১৭, ২০২৫
সূর্যনগরে বিএনপি ও যুবদল দুই নেতার নিঃশর্ত মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৫-১৬ ১৫:৩০:৩৮

রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের সূর্যনগরে বিএনপি নেতা সাইদুর রহমান সাঈদ ও যুবদল নেতা সবুজের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল হয়েছে।
 গতকাল ১৬ মে বিকালে সূর্যনগর আঞ্চলিক বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
 বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তাগণ বিএনপি নেতা সাইদুর রহমান সাঈদ ও যুবদল নেতা সবুজের নামে মিথ্যা ও হয়রানীমূলক মামলা প্রত্যাহার ও তাদের নিঃশর্ত মুক্তি দাবী করেন। 
 বক্তাগণ বলেন, সাইদুর রহমান ও সবুজ নিরীহ এবং নিরাপরাধ মানুষ। পূর্বে তাদের নামে কোন মামলা ছিলনা। রাজনৈতিক প্রতি হিংসা ও তাদের সুনাম নষ্ট করার জন্য একটি কুচক্রি মহল সুপরিকল্পিতভাবে তাদের ফাঁসানোর চেষ্টা করছে। আওয়ামী সন্ত্রাস ও স্থানীয় প্রশাসনের দালাল চক্র দ্বারা তাদেরকে ফাঁসানো হয়েছে। 
 বক্তারা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাদের মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবী জানান। 
 এ সময় মিজানপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক লিটন বিশ্বাস, সদস্য সচিব মাহমুদুল হাসান মুরাদ, রতন কুমার দাস, আব্দুল্লাহ, শিপন মোল্লা, স্থানীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক রুবেল মন্ডল, স্থানীয় বিএনপি নেতা আহমদ মোল্লা, ফারুক খান, শাহিন মোল্লা, সিদ্দিক মন্ডল, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রবিন মন্ডল, জাসাস নেতা আমিন উদ্দিন আছুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সরকারী মৎস্য খামারের সক্ষমতা ও মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে রাজবাড়ীতে কর্মশালা
 রাজবাড়ীসহ ৮টি জেলায় রেললাইন সংলগ্ন এলাকায় পশুর হাট স্থাপন না করার অনুরোধ রেল কর্তৃপক্ষের
 সূর্যনগরে বিএনপি ও যুবদল দুই নেতার নিঃশর্ত মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল
সর্বশেষ সংবাদ