অল্পদিনের মধ্যেই মোবাইল অ্যাপের মাধ্যমে ঘরে বসেও দূরের কোনো খামারের মাছের উৎপাদন ও ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করা যাবে বলে জানিয়েছেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ আবদুর রউফ।
গতকাল ১৬ই মে দুপুরে রাজবাড়ীতে ‘বিদ্যমান সরকারী মৎস্য খামার সমূহের সক্ষমতা ও মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অবকাঠামো উন্নয়ন প্রকল্প’-এর আওতায় জেলা পর্যায়ে আঞ্চলিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘সারা দেশের ৫৬টি জেলায় এ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। এরমধ্যে ৩১টি মৎস্য খামারের পুকুর রিমডেলিং করে বটমলাইনার মাছচাষ প্রযুক্তি স্থাপন, অটোমেশন ও পানি সরবরাহ সিস্টেম আধুনিকীকরণ করা হবে। খামারে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ওয়েব ও মোবাইল অ্যাপ সংযুক্ত থাকবে। অ্যাপের মাধ্যমে যেকোনো খামারের মাছের উৎপাদন ও ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করা যাবে। মাছের খাবারের প্রয়োজন হলে অ্যাপের মাধ্যমে স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় মাছের কাছে খাবার পৌঁছে দেয়া যাবে। পুকুরে পানি কমে গেলে অ্যাপের মাধ্যমে পানি দেয়া যাবে। পুকুরে অক্সিজেন ঠিক আছে কি না, কার্বন ডাই অক্সাইড বেশি হয়েছে কি না, পিএইচ ঠিক আছে কি না; এসব তথ্য অ্যাপের মাধ্যমে খামারির কাছে চলে আসবে। এর ফলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়া যাবে। এতে একদিকে নিরাপদ মাছ উৎপাদন হবে, অন্যদিকে শ্রমিকের খরচও বাঁচবে।’
প্রকল্পটি ২০২৪ সাল থেকে শুরু হয়েছে, যা আগামী ২০২৮ সাল পর্যন্ত চলবে বলেও জানান তিনি।
রাজবাড়ী শহরের পালকি চাইনিজ রেস্টুরেন্টে জেলা মৎস্য দফতর আয়োজিত এ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে মৎস্য অধিদপ্তরের পরিচালক(প্রশাসন) এস.এম রেজাউল করিম এবং বিদ্যমান সরকারী মৎস্য খামার সমূহের সক্ষমতা ও মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অবকাঠামো উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ মশিউর রহমান উপস্থিত ছিলেন।
এতে সভাপতিত্ব করেন মৎস্য অধিদফতরের ঢাকা বিভাগের পরিচালক মোঃ মনিরুল ইসলাম। কর্মশালায় রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাজমুল হুদা ও রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবুসহ মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মৎস্য খামারি, জেলে, ফিড ব্যবসায়ী, বরফকল মালিকসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।