রাজবাড়ী জেলার গোয়ালন্দ সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজের হল রুমে গতকাল ২২শে মে বেলা ১১টায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গোয়ালন্দ টেকনিক্যাল স্কুল ও কলেজের কলেজের অধ্যক্ষ সুলতানা মেহেরুনা জামানের সভাপতিত্বে ও গনিত ইন্সটেক্টর শরিফুল ইসলামের সঞ্চলনায় সমাবেশে টেকনিক্যাল স্কুল ও কলেজের শিক্ষক নুর মোহাম্মদ, জিহাদুল ইসলাম, সাইদুর রহমান, অভিভাবক মোঃ আবুল হোসেন, মোঃ মোজাম্মেল হক লাল্টু, সুলতান উদ্দিন আহাম্মদ, মজনু শেখ, নার্গিস পারভীন প্রমুখ বক্তব্য রাখেন।
অভিভাবক সমাবেশে শিক্ষার মান উন্নয়ন ও ছাত্র ছাত্রীদের শতভাগ উপস্থিত এবং স্কুলের প্রবেশ মুখে বহিরাগত বখাটেদের প্রতিরোধ করতে থানা পুলিশের হস্তক্ষেপ নিয়ে আলোচনা হয়।
সমাবেশে গোয়ালন্দ টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ সুলতানা মেহেরুনা জামান অভিভাবকদের বলেন, শিক্ষার মান উন্নয়নে শিক্ষকগণ নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং স্কুলের প্রবেশ মুখে বহিরাগত বখাটেদের প্রতিরোধে নিয়মিত থানা পুলিশ টহল দিচ্ছে।