“রুখবো দুর্নীতি গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ”-এই প্রতিপাদ্যে রাজবাড়ী জেলার গোয়ালন্দে দুর্নীতি বিরোধী সচেতনতা সৃষ্টি ও দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে গতকাল ২২শে মে বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের সভাকক্ষে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয় ফরিদপুরের সহকারী পরিচালক সরদার আবুল বাসার।
বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মডেল হাই স্কুল ও চৌধুরী মাহবুব হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। পূর্ব নির্ধারিত বিষয়ের ওপর বিতর্ক প্রতিযোগিতায় দৌলতদিয়া মডেল হাই স্কুল চ্যাম্পিয়ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম সফি।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও প্রথম আলো রাজবাড়ী প্রতিনিধি এম রাশেদুল হক এর সঞ্চালনায় বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন গোয়ালন্দ রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আজিজুল ইসলাম ও সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরীন নাহার। বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী দল আগামী ২৬শে মে রাজবাড়ী জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও সাহাজদ্দিন মন্ডল ইনষ্টিটিউটের প্রধান শিক্ষক আরিফা বেগম, সদস্য জহুরুল ইসলাম চৌধুরী, দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ সহিদুল ইসলাম, গোয়ালন্দ সাংবাদিক ফোরামের আহ্বায়ক হেলাল মাহমুদ, যুগান্তরের গোয়ালন্দ প্রতিনিধি শামীম শেখ, দৈনিক মাতৃকণ্ঠের গোয়ালন্দ প্রতিনিধি মইনুল হক মৃধা প্রমুখ উপস্থিত ছিলেন।