ঢাকা রবিবার, জুলাই ২৭, ২০২৫
চার দফা দাবীতে রাজবাড়ীতে ঔষুধ ব্যবসায়ীদের মানববন্ধন
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৫-০৫-২২ ১৪:৪৬:০৯

বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে চার দফা দাবীতে রাজবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 
 গতকাল ২২শে মে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি রাজবাড়ী জেলা শাখার আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। 
 এতে জেলার বিভিন্ন উপজেলার ফার্মেসী মালিক ও কর্মীরা অংশ নেন।
 মানববন্ধনে বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতি রাজবাড়ী জেলা শাখার সভাপতি শেখ মোহাম্মদ আব্দুর রউফ হিটু, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মাহফুজুর রহমান, সহ-সভাপতি অরুণ কান্ত কর্মকার, প্রধান উপদেষ্টা মোঃ আতাউল মকিম আজাদ ও সাবেক সভাপতি নুরুল হকসহ অনেকেই বক্তব্য রাখেন। 
 বক্তারা বলেন, দেশে ওষুধ খাত একটি গুরুত্বপূর্ণ খাত হলেও দীর্ঘদিন ধরে ফামেসীগুলোর ন্যায্য দাবী পাচ্ছে না। তারা চার দফা দাবীর বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। 
 বক্তাদের চার দফা দাবীগুলো হলো- ঔষধ বিক্রয় কমিশন বৃদ্ধি করা। মেয়াদ উত্তীর্ণ ঔষধ দ্রুত সময়ের মধ্যে ফেরত নেয়া এবং প্রতিস্থাপন করা। ড্রাগ লাইসেন্স বিহীন ফার্মেসীতে ঔষধ কোম্পানী কর্তৃক ঔষধ সরবরাহ বন্ধ করা। সকল ঔষধের মূল্য সরকার কর্তৃক নির্ধারণ করা।   
 এই চারটি দাবী বাস্তবায়ন না হলে জেলা শহরের সকল ঔষধের দোকান ধর্মঘট ও হরতাল কর্মসূচীর হুঁশিয়ারি দেন বক্তারা।

 

রাজধানীতে আনন শিশু সাহিত্য আসর ও পুরস্কার বিতরণ
ফরিদপুরে গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলো ৩য় শ্রেণির ছাত্রী রাইসা
মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনায় নেপালে বাংলাদেশ দূতাবাসে শোক বই উন্মুক্তকরণ
সর্বশেষ সংবাদ