আগামী ২৭শে মে তারুণ্যের রাজনৈতিক ভাবনা ও অর্থনৈতিক মুক্তি শীর্ষক সেমিনার এবং ২৮শে মে ঢাকায় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে গতকাল ২২শে মে বিকেলে রাজবাড়ী জেলা বিএনপি অফিসে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালেক খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি শফিউদ্দিন আহম্মেদ সেন্টু বক্তব্য রাখেন।
জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তুহিনুর রহমানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম হাওলাদার সেতু ও সাংস্কৃতিক সম্পাদক মিজানুর রহমান সজীব বক্তব্য রাখেন।
এছাড়া অন্যান্যের মধ্যে সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অশোক কুমার সরকার, রাজবাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইফুল আলম মামুন, গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়াহিয়া খান, সদস্য সচিব আবু সাঈদ মন্ডল, গোয়ালন্দ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম, পাংশা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খোকন মিয়া, পাংশা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাবু সরদার, বালিয়াকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সজল আহমেদ ও কালুখালী উপজেলা স্বেচ্ছাসেবক সদস্য সচিব জিয়াউর রহমান জিয়া প্রমুখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি শফিউদ্দিন আহম্মেদ সেন্টু বলেন, বিএনপি বাংলাদেশের একটি অন্যতম দল। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট পতনে বিএনপির বড় একটি ভূমিকা ছিলো। বিএনপি এই আন্দোলনে সমর্থন না করলে সফলতা আসতো না। আমরা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে জুলাই আন্দোলনে অংশ নিয়ে সফলতা অর্জন করেছি। এখন কিছু গোষ্ঠী দাবী করছে এই সফলতা তাদের। তারা বোঝাতে চাইছে তারাই এই আন্দোলনের নায়ক, অথচ তাদের অবস্থান একটি শিশুর মতোই দুর্বল। আগামী ২৮শে মে আমরা প্রমাণ করবো এ দেশের তরুণ সমাজ বিএনপির সাথেই আছে।