ঢাকা বুধবার, মে ২৮, ২০২৫
আলীপুরের পূর্বপাড়া কবরস্থান ঈদগাহের গাছ কাটলো দুর্বৃত্তরা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৫-২৬ ১৬:২৮:২৭

 রাজবাড়ী সদর উপজেলার আলীপুর পূর্বপাড়া গোরস্থান ঈদগাহ ময়দানে রোপিত ১৫টি কড়ই ও বকুল গাছের চারা রাতের আধারে কেটে ফেলেছে দূবৃর্ত্তরা। 
 গত ২০শে মে দিবাগত মধ্য রাতে আলীপুর ইউনিয়নের আলীপুর পূর্বপাড়া গোরস্থান ঈদগাহ ময়দানে এ ঘটনাটি ঘটে। 
 এ ঘটনায় গত ২২শে মে ঈদগাহ ময়দান পরিচালনা কমিটির সভাপতি মোঃ মোন্নাফ মোল্লা বাদী হয়ে রাজবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। 
 অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২১শে মে সকাল ৬টার দিকে ঈদগাহ ময়দান পরিচালনা কমিটির সহ-সভাপতি মোঃ ইসলাম শেখ হাটার উদ্দেশে ঈদগাহ ময়দানের পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় তিনি দেখতে পান যে, ঈদগাহ ময়দানের সীমানা রক্ষার্থে গত কয়েক বছর আগে রোপিত ১৪/১৫টি গাছ কেটে ও মাটি থেকে তুলে ফেলে রেখেছে। এরপর তিনি স্থানীয় লোকজনকে ডেকে বিষয়টি অবগত করে। ধারণা করা যাচ্ছে যে, গত ২০শে মে দিনগত রাত ১১টা থেকে ২১শে মে ভোর রাতের যেকোন সময় অজ্ঞাতনামা ব্যক্তিরা এ কর্মকান্ড ঘটিয়েছে। 
 এ ব্যাপারে ঈদগাহ কমিটির সভাপতি মোঃ মোন্নাফ মোল্লা জানান, রাজবাড়ী সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণে পুলিশের সহয়তা কামনা করি।
 রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মাহমুদুর রহমান বলেন, আলীপুর পূর্বপাড়া গোরস্থান ঈদগাহ ময়দানের সীমানার কড়ই ও বকুল গাছ কাটার ঘটনায় অভিযোগ পেয়েছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

 

রাজবাড়ীতে গরুর চেয়ে ছাগল বেশি
চন্দনীতে ব্যবসায়ীর বাড়ীতে ডাকাতি ও কুপিয়ে জখমের প্রতিবাদে মানববন্ধন
রাজবাড়ীতে রবীন্দ্রনাথ ও নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে আবৃত্তি ও আলোচনা সভা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ