ঢাকা বুধবার, মে ২৮, ২০২৫
রাজবাড়ী জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৫-২৬ ১৬:৩১:৩৭

 জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা রাজবাড়ী জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা গতকাল ২৬শে মে বিকালে জেলা ও দায়রা জজ আদালত ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
 জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জয়নাল আবেদীনের সভাপতিত্বে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক শেখ মফিজুর রহমান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট চৌধুরী মোঃ মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে, পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) আবু রাসেল, জেলা তথ্য অফিসার রেখা ইসলাম, সরকারী কৌশূলী (জিপি) এডঃ এ.এন.এম শাহিদুল ইসলাম, জেলা বার এসোসিয়েশনের সেক্রেটারী ও পিপি আব্দুর রাজ্জাক-২, জেল সুপার এনামুল কবির ও রাজবাড়ী জেলা সমাজসেবা অফিসের প্রবেশন অফিসার অজয় কুমার হালদারসহ জেলা লিগ্যাল এইড কমিটির অন্যান্য সদস্যগণসহ প্যানেল আইনজীবীগণ উপস্থিত ছিলেন।
 সভা সঞ্চালনা করেন জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ নাজনীন রেহানা। 
 সভার শুরুতে জেলা লিগ্যাল এইড কমিটির পক্ষ থেকে নবাগত জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ জয়নাল আবেদীনকে ফুলেল শুভেচছা জানানো হয়।
 সভায় সভাপতির বক্তব্যে জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ বলেন, অসহায় ও দরিদ্র মানুষ যেন অর্থের অভাবে ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয়, সেজন্য লিগ্যাল এইড কার্যক্রমের প্রচার ও প্রসার নিশ্চিত করতে হবে।

 

রাজবাড়ীতে গরুর চেয়ে ছাগল বেশি
চন্দনীতে ব্যবসায়ীর বাড়ীতে ডাকাতি ও কুপিয়ে জখমের প্রতিবাদে মানববন্ধন
রাজবাড়ীতে রবীন্দ্রনাথ ও নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে আবৃত্তি ও আলোচনা সভা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ