ঢাকা রবিবার, জুলাই ২৭, ২০২৫
রাজবাড়ী বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির আহ্বায়ক কমিটি গঠন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৫-৩০ ১৫:৫৮:৫৬

 রাজবাড়ী বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির দুই সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 
 গতকাল ৩০শে মে বিকালে রাজবাড়ী ফল বাজারের স্বর্ণ কমল মার্কেটের দ্বিতীয় তলায় আলোচনা সভার মাধ্যমে ব্যবসায়ীদের সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।
 কমিটিতে চাউল ব্যবসায়ী কাজী বেনজীর আহমেদকে আহ্বায়ক ও মোঃ মোবাইদুল ইসলাম মিরাজকে সদস্য সচিব করা হয়েছে।
 ব্যবসায়ী মোঃ সামসুল আলম খান মাজেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ইমানুল করিম জকি বক্তব্য রাখেন। 
 মোঃ আশরাফ আলীর সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে ডাঃ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) চৌধুরী আহসানুল করিম হিটু, কে এ সবুর শাহীন, মোঃ আকমল হোসেন, মোঃ রেজাউল করিম বাদশাসহ বাজার ব্যবসায়ীরা বক্তব্য রাখেন। এ সময় বাজারের সকল ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
 আলোচনা সভা শেষে সকল ব্যবসায়ীদের সর্বসম্মতিক্রমে কাজী বেনজীর আহমেদকে আহ্বায়ক ও মোবাইদুল ইসলাম মিরাজকে সদস্য সচিব করা হয়। দুই সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিকে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন দিতে বলা হয়েছে।
 পরে ব্যবসায়ীদের পক্ষ থেকে আহ্বায়ক ও সদস্য-সচিবকে ফুলেল শুভেচছা জানানো হয়।

 

রাজধানীতে আনন শিশু সাহিত্য আসর ও পুরস্কার বিতরণ
ফরিদপুরে গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলো ৩য় শ্রেণির ছাত্রী রাইসা
মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনায় নেপালে বাংলাদেশ দূতাবাসে শোক বই উন্মুক্তকরণ
সর্বশেষ সংবাদ