ঢাকা বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪
পাংশা উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্মকান্ড পরিদর্শনে জেলা প্রশাসক
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-১১-১৬ ১৩:৩৩:৪৯

রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম গতকাল ১৬ই নভেম্বর পাংশা উপজেলা পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার মুজিববর্ষে ‘ক’ শ্রেণীর ভূমিহীনদের জন্য পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নে ঘর নির্মাণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ ছাড়াও তিনি বাগদুলি সরকারী প্রাথমিক স্কুলে ডিজিটাল হাজিরা ও স্কুল প্রাঙ্গণে বঙ্গবন্ধু মঞ্চ এবং শেখ রাসেল পুস্পকানন উদ্বোধন করেন। এছাড়াও তিনি বাবুপাড়া ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শন করেন। পরবর্তীতে বাবুপাড়া কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন। পরিদর্শনের অংশ হিসেবে জেলা প্রশাসক পাংশা উপজেলা ভূমি অফিস ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন। পাশাপাশি উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনে নবনিযুক্ত আনসার সদস্যদের জন্য ‘গার্ড হাউজ, উদ্বোধন করেন।

 

প্রতিবন্ধী সন্তান সমাজের বোঝা না; তাদেরকে সাথে নিয়েই আগামীর বাংলাদেশ গড়তে চাই-----জেলা প্রশাসক
 রাজবাড়ীতে টাস্কফোর্সের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা
 ভারত বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল গঠনমূলক সম্পর্ক চায় ঃ হাইকমিশনার
সর্বশেষ সংবাদ