রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সোনাপুর বাজারে বিভিন্ন আইন বাস্তবায়নে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে।
এ সময় একটি ঔষধের দোকানকে ৩হাজার টাকা, সড়ক পরিবহন আইনে ৩জন মোটর সাইকেল চালককে ৭শত টাকা জরিমানা করা হয়। অভিযানে ১৪৭ কেজি পলিথিন জব্দ করা হয়েছে।
গতকাল ২৪শে জুলাই বিকেল ৫টার দিকে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সোনাপুর বাজারে এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদ আহমেদ।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় অপরাধ স্বীকার করায় একটি ঔষধ প্রতিষ্ঠান মালিককে ৩হাজার টাকা, সড়ক ও পরিবহন আইনে তিনটি মামলায় ৩জন মোটর সাইকেল আরোহীকে ৭শত টাকা এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ(সংশোধন) ২০১০ এ সংশ্লিষ্ট ধারায় দুইটি মামলায় দুটি প্রতিষ্ঠানকে ২হাজার টাকা জরিমানা এবং ১৪৭.৬০ কেজি পলিথিন জব্দ করা হয় এবং সতর্ক করা হয়।
মোবাইল কোর্ট অভিযানে জেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য্য কুমার প্রামানিক, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোঃ ইমরান হোসেন, জেলা প্রশাসক কার্যালয়ের পেসকার মোঃ মানিক মিয়াসহ জেলা পুলিশের টিম অংশ নেয়।