“দুই টাকার হোটেল”-এখানে মাত্র ২টাকা দিয়ে পেট ভরে খেতে পারবেন” এমন একটি ব্যানার ঝুলানো রয়েছে রাজবাড়ী রেল স্টেশনের পাশে ফুল তলায়। সেখানে দাওয়াতী বাড়ীর মত টেবিল চেয়ারে বসে ইলিশ মাছের ঝোল আর ডাউল দিয়ে পেট ভড়ে গরম ভাত খাচ্ছেন নি¤œআয়ের হতদিরদ্র অসহায় মানুষেরা।
গতকাল ২৪শে জুলাই দুপুর ১টায় রাজবাড়ী শহরের ফুলতলায় এমন আয়োজন করেন কয়েক জন তরুণ যুবক।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ডেকোরেটর থেকে আনা হয়েছে চেয়ার টেবিল। সেখানে বসে আছেন অতিথীরা। তাদের সামনে ওয়ান টাইমের প্লেট ও গ্লাস। পরম যতেœ অতিথিদের পাতে গরম ভাত তুলে দিচ্ছেন একজন তরুণ যুবক। আরেক জন নিয়ে আসলেন আলু ও বেগুন দিয়ে ইলিশ মাছের গরম ঝোল। এবার খাবার খেতে শুরু করলেন অতিথিরা। এবার আসলো ঘন ডাল। পরম যতেœ এমন আথিতিয়তায় কবজি ডুবিয়ে পেট ভরে ভাত খাচ্ছেন রেল স্টেশনে থাকা অসহায় ছিন্নমূল, প্রতিবন্ধী, রিকসা চালক, ভিক্ষুক ও দিন মজুরসহ অসহায় হতদরিদ্র মানুষেরা।
কথা হয় আয়োজনকারী মাহিন শিকদারের সাথে। তিনি বলেন, আমরা কয়েকজন বন্ধু মিলে দীর্ঘ দিন ধরে অসহায় মানুষের সেবায় নিজেদেরকে নিয়োজিত রেখেছি। তারই ধারাবাহিকতায় আজ আমরা ভিন্নধমী এই ২ টাকার হোটেল চালু করেছি। সপ্তাহে ২দিন আমরা এই উদ্যোগ চালু রাখবো। ২টাকার হোটেল হলেও এখানে সবাই বিনামূল্যে খেতে পারবেন।
মনিরুল হক সাগর বলেন, আজ আমরা ৫০ জন মানুষের জন্য ভাত, ইলিশ মাছ ও ডাউলের আয়োজন করেছি। আমার মা বাড়ীতে এসব খাবার রান্না করে দিয়েছেন।
মোঃ রাব্বি সেখ বলেন, আমরা আমাদের জমানো টাকা দিয়ে এই আয়োজন করেছি।
নাহিদুল ইসলাম রিমন বলেন, সমাজের হতদরিদ্র মানুষেরা একটি ইলিশ মাছ কিনে পেট ভরে ভাত খাবে তা তাদের জন্য কষ্টসাধ্য। তাই আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। ভাত খাবার পর সবার জন্য কোল্ড ডিকস্ রেখেছি।
খাবার খেতে আসা ৬০ বছর বয়সী মানিক মোল্লা বলেন, আজ এখানে ইলিশ মাছ দিয়ে পেট ভরে খাবার খেয়েছি। ছেলেদের জন্য আমরা দোয়া করি তারা যেন এমন আয়োজন করে যেতে পারে।
৬৫ বছর বয়সী করিমন বিবি বলেন, আমি মানুষের কাছে সাহায্য সহযোগীতা নিয়ে জীবন চালাই। অনেক দিন পর ইলিশ মাছ দিয়ে পেট ভরে ভাত খেতে পেরে অনেক খুশি। আল্লাহর কাছে দোয়া করি ছেলেরা যেন অনেক ভালো থাকে।
রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বলেন, তরুণ যুবকেরা আজকে যে আয়োজন করেছেন ২টাকার হোটেলে অসহায় মানুষের জন্য পেট ভরে খাবারের আয়োজন তা সত্যিই প্রশংসনীয়। সমাজের সকল অসহায় মানুষের সেবায় আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আল্লাহ সবাইকে মানুষের সেবা করার তৈফিক দান করুন।