ঢাকা বৃহস্পতিবার, জানুয়ারী ১৫, ২০২৬
গোয়ালন্দে জাতীয় মৎস্য সপ্তাহে বর্ণাঢ্য র‌্যালী ও পুরস্কার বিতরণ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৮-১৮ ১৫:১১:৫৭

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশী মাছে দেশ ভরি”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ী জেলার গোয়ালন্দে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষ্যে গতকাল ১৮ই আগস্ট জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ বাস্তবায়ন সম্পর্কিত উপজেলা কমিটির আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী, পোনামাছ অবমুক্ত করণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 
 সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে মহাসড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের পুকুরে পোনামাছ অবমুক্ত করণ করা হয়। এরপর পরিষদের হলরুমে আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। 
 আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদুর রহমান। 
 উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ারুল ইসলাম পাইলটের সভাপতিত্বে এসময় উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ রাশিদুল ইসলাম, দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহাসহ মৎস্য চাষী, উদ্যোক্তা, জেলে প্রমুখ উপস্থিত ছিলেন।
 প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, একসময় আমরা মাছে ভাতে বাঙালি ছিলাম। সেই প্রবাদ বাক্যকে সত্য করে তোলার জন্য সরকার বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছে। তারই অংশ হিসেবে আজকের এই মৎস্য সপ্তাহ। যাদের পরিবারগুলো মৎসের উপর নির্ভর করে বেঁচে আছেন তাদেরকে সংযোগ ঘটিয়ে আমরা চাই আবারো বাংলাদেশ মৎস্য সম্পদের সমৃদ্ধশালী হোক।
 তিনি আরও বলেন, মৎস্য সম্পর্কিত ২০১২ আইন অনুযায়ী নদীতে কিছু কিছু মাছ ধরা নিষেধ। তার মধ্যে বাঘাইড় মাছ ও শুশুকসহ আরো কিছু মহাবিপন্ন প্রাণী রয়েছে। হয়তো এগুলা ৫-৭ বছর পর আমাদের নদীতে আর থাকবে না। এই মাছগুলো আইন করে সরকার মারতে নিষেধ করেছে। আমাদের গোয়ালন্দে প্রায় সাড়ে তিন হাজার জেলে রয়েছে, তাদের মধ্যে আপনারা একটা মেসেজ দিবেন নদীতে যে সমস্ত মাছ ধরা নিষেধ রয়েছে সেগুলো আপনারা মারবেন না, আপনারা যদি আইনের ব্যতয় ঘটান, তাহলে আপনাদেরও আমরা আইনের আওতায় আনবো। যেমন- বাঘাইড় মাছ ধরলে সর্বোচ্চ ১বছর পর্যন্ত জেল ও ৫০ হাজার টাকা অর্থদন্ড হতে পারে। আমরা চাই না যারা মৎস্যর উপর বেঁচে আছেন তাদের কোন প্রকার শাস্তির আওতায় আনতে। তাই আপনারা সরকারের নির্দেশনা অনুসরণ করুন। এছাড়াও মাছ চাষের আধুনিক পদ্ধতি, অবৈধ জাল ব্যবহার বন্ধ ও প্রজনন মৌসুমে মা-ইলিশ রক্ষা করতে পারলেই দেশীয় মৎস্য সম্পদ আরও সমৃদ্ধ হবে।
 আলোচনা সভা শেষে ২০২৫ সালে উপজেলায় মৎস্য চাষে বিশেষ অবদান রাখার জন্য ৩জন মৎস্য চাষীর মাঝে পুরস্কার হিসেবে ক্রেস্ট বিতরণ করা হয়।

 

পাংশায় দ্রুতগামী ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী দুই যুবক নিহত
মদাপুরে বিকাশ ব্যবসায়ীকে  গুলি করে টাকা ছিনতাই
 সোনাকান্দরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ