ঢাকা বৃহস্পতিবার, জানুয়ারী ১৫, ২০২৬
পদ্মায় তীব্র স্রোতে ফেরী চলাচল ব্যাহত দৌলতদিয়া ঘাটে যানবাহনের দীর্ঘ সারি
  • মইনুল হক মৃধা
  • ২০২৫-০৮-১৮ ১৫:১২:৩৯

 পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরী চলাচল ব্যাহত হচ্ছে। এতে করে নদী পার হতে আসা যানবাহনের লম্বা সারি তৈরি হয়েছে। 
 জানা যায়, দৌলতদিয়ায় ৭টি ঘাটের মধ্যে নদী ভাঙনের কারণে ১,২, ৩ ও ৫ নং ঘাট চারটি আগে থেকেই বন্ধ হয়ে আছে। তীব্র স্রোতের কারণে গত এক সপ্তাহ ধরে বন্ধ হয়ে আছে ৬ নং ঘাটটিও। এমতাবস্থায় মাত্র ৪ ও ৭ নং ঘাট দিয়ে ফেরী সার্ভিস চালু রাখা হয়েছে। এর মধ্যে আবার ৪ নং ঘাটে তীব্র স্রোতের কারণে সব সময় এবং সব ধরনের ফেরী ভিড়তে পারে না।
 এতে করে ঘাট সংকটে নদী পার হতে আসা যানবানের দীর্ঘ সারি দেখা দিয়েছে দৌলতদিয়া ঘাট এলাকায়। মহাসড়কে আটকা পড়েছে পণ্য বোঝাই দুই শতাধিক ট্রাক ও কাভার্ডভ্যান। আটকে পড়া যানবাহনের চালক ও সহকারীরা প্রচন্ড ভোগান্তির শিকার হচ্ছে। 
 সরেজমিনে দৌলতদিয়া ঘাট ঘুরে জানা গেছে, ফেরী ঘাটের জিরো পয়েন্টে থেকে ক্যানাল ঘাট এলাকা পর্যন্ত পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। দূরপাল্লার বাস এবং অন্যান্য জরুরি যানবাহন অগ্রাধিকার ভিত্তিতে নদী পার করায় পণ্যবাহী যানবাহনগুলো এভাবে আটকা পড়ছে বলে সংশ্লিষ্টরা জানান।
 গতকাল ১৮ই আগস্ট বিকাল ৩টার দিকে সরেজমিনে আলাপকালে কুষ্টিয়া থেকে আসা গাজীপুরগামী তার বোঝাই ট্রাক চালক হেলাল মাহমুদ বলেন, ৪ ঘন্টা যাবত ঘাটে বসে আছি। শুনতেছি ঘাটে ফেরি কম। তাছাড়া নদীতে স্রোতের কারণে ঘাটও সংকট।
 কয়েকজন ফেরী মাষ্টার জানান, আগের তুলনায় বর্তমানে নদী পার হতে প্রায় দ্বিগুন সময় লাগছে। তীব্র স্রোতের বিপরীতে ফেরি চালাতে গিয়ে ফেরির ইঞ্জিল বিকল হওয়ার ঝুঁকি সৃষ্টি হয়েছে।
 বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখর সহকারী মহাব্যবস্থাপক মোঃ সালাহ উদ্দিন জানান, দৌলতদিয়ায় ৭টি ফেরী ঘাটের মধ্যে বর্তমানে ৪ ও ৭ নম্বর ফেরী ঘাট দুটো চালু রয়েছে। ৩ নম্বর ফেরী ঘাটের পন্টুনের পকেট মেরামত করে চালু করার চেষ্টা চলছে। নদীতে তীব্র স্রোতের কারণে ফেরী চলাচলে বাড়তি সময় লাগছে। বর্তমানে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ছোট বড় মোট ৮টি ফেরী চলাচল করছে। যাত্রীবাহী, কাঁচামাল ও জরুরি পণ্যবাহী গাড়ীগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে নদী পার করায় ঘাট এলাকায় ট্রাক ও কাভার্ড ভ্যান আটকা পড়েছে।

 

পাংশায় দ্রুতগামী ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী দুই যুবক নিহত
মদাপুরে বিকাশ ব্যবসায়ীকে  গুলি করে টাকা ছিনতাই
 সোনাকান্দরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ