রাজবাড়ী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপুল কুমার শিকদারের নেতৃত্বে গতকাল ১৯শে নভেম্বর সদর উপজেলাধীন গোয়ালন্দ মোড় ও কল্যাণপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন ভঙ্গ করে সিগারেটের বিজ্ঞাপন প্রদর্শন করার দায়ে গোয়ালন্দ মোড় এলাকার ১জন দোকানীকে ১হাজার টাকা এবং স্বাস্থ্য বিধি অমান্য করে মাস্ক না পরার দায়ে ৪জনকে ১হাজার ১৫০ টাকা জরিমানা করা হয়। জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য কুমার প্রামানিকসহ পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে।