ঢাকা বৃহস্পতিবার, জানুয়ারী ১৫, ২০২৬
কালুখালীতে বিভিন্ন আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন
  • জুয়েল সরদার
  • ২০২৫-০৮-১৮ ১৫:১৩:১৬

 “অভায়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”-এই শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ এবং দেশীয় মাছের পোনা অবমুক্তকরণের মধ্যে দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।
 গতকাল ১৮ই আগস্ট সকালে কালুখালী উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের পুকুরে দেশীয় মাছের পোনা অবমুক্ত করে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নিবার্হী অফিসার মহুয়া আফরোজ।
 এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা খোন্দকার আবু বকর সিদ্দিকসহ উপজেলার অন্যান্য অফিসারবৃন্দ ও বিভিন্ন ইউনিয়নের মৎস্যজীবিরা উপস্থিত ছিলেন।
 পরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজেলার আশপাশ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
 র‌্যালী শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা মৎস্য কর্মকর্তা খোন্দকার আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ বক্তব্য রাখেন। 
 অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা পূর্ণিমা হালদার, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম রতন, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আব্দুল জব্বার, মৎস্য চাষী সোহেল রানা ও মৎস্যজীবী আলাউদ্দিন বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন।
 এ সময় উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সরকার রওশন-আরাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের মৎস্যজীবী ও মৎস্য চাষীরা উপস্থিত ছিলেন। 
 আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরিতে উপজেলার ৩জন সফল মৎস্য চাষীকে সম্মাননা স্মারক ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। 
 উল্লেখ্য, জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে (১৮ই আগস্ট থেকে ২৪শে আগস্ট) সপ্তাহব্যাপী উপজেলাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে মৎস্য চাষী ও মৎস্যজীবীদের নিয়ে নানা কর্মসূচী পালিত হবে। 

 

পাংশায় দ্রুতগামী ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী দুই যুবক নিহত
মদাপুরে বিকাশ ব্যবসায়ীকে  গুলি করে টাকা ছিনতাই
 সোনাকান্দরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ