ঢাকা বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
কালুখালীর চন্দনা নদীর উপর নির্মাণাধীন আর্চ গার্ডার ব্রিজ পরিদর্শনে উপজেলা চেয়ারম্যান এবং ইউএনও
  • কালুখালী প্রতিনিধি
  • ২০২০-১১-১৯ ১৩:২৫:৪২
কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো এবং উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ্ আল মামুন গতকাল ১৯শে নভেম্বর চন্দনা নদীর উপরে নির্মাণাধীন আর্চ গার্ডার ব্রিজের কাজের অগ্রগতি পরিদর্শন করেন -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো এবং উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ্ আল মামুন গতকাল ১৯শে নভেম্বর বেলা ১২টার দিকে কালুখালী সরকারী কলেজ সংলগ্ন চন্দনা নদীর উপরে নির্মাণাধীন আর্চ গার্ডার ব্রিজের কাজের অগ্রগতি পরিদর্শন করেন। 
  এ সময় উপজেলার সহকারী কমিশনার(ভূমি) শেখ নুরুল আলম, উপজেলা প্রকৌশলী মোঃ তৌহিদুল হক জোয়ার্দ্দার, উপ-সহকারী প্রকৌশলী মোঃ আকবর আলী, উপজেলা কৃষি অফিসার মাছিদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) জয়ন্ত কুমার দাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তুহিনা সুলতানা, রতনদিয়া ইউপির চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, সহকারী অধ্যাপক মঞ্জুর রহমান মিঞা, মোঃ খলিলুর রহমান ও কাজী মোস্তফা নেওয়াজ প্রমুখ উপস্থিত ছিলেন।
  উপজেলা প্রকৌশলী মোঃ তৌহিদুল হক জোয়ার্দ্দার জানান, ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে ৭ কোটি ১৯ লক্ষ ১২ হাজার ৯২৮.০৪৭ টাকা ব্যয়ে ৪০ মিটার দৈর্ঘ্যরে দৃষ্টিনন্দন ব্রিজটির নির্মাণ কাজের নির্ধারিত সময়সীমা রয়েছে আগামী ডিসেম্বর মাস পর্যন্ত। বর্তমানে নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। রং ও লাইট সেটিংয়ের কাজ চলছে। আশা করছি, আগামী জানুয়ারী মাসের প্রথম সপ্তাহেই ব্রিজটি উদ্বোধন করা যাবে। 

পাংশায় মরহুম আবুল মাহমুদ স্মৃতি টি-২০ ক্রিকেট  টুর্নামেন্টে রাজবাড়ী ক্রিকেট একাডেমী চ্যাম্পিয়ন
গোয়ালন্দে ফসলি জমি থেকে মাটি বিক্রি॥মোবাইল কোর্টে জরিমানা
দৌলতদিয়া যৌনপল্লীর নারী-শিশুদের যৌনপেশায় আসার প্রধান কারণ দারিদ্রতা
সর্বশেষ সংবাদ