ঢাকা শুক্রবার, অক্টোবর ৩১, ২০২৫
উঁচুস্থানে বিশেষভাবে নুরু পাগলের কবর দেয়ার প্রতিবাদে বালিয়াকান্দিতে মুসুল্লিদের বিক্ষোভ
  • তনু সিকদার সবুজ
  • ২০২৫-০৯-০৫ ১৫:১৫:২৩

 রাজবাড়ী জেলার গোয়ালন্দে ইমাম মাহদী দাবীদার নুরু পাগলার কবর উঁচু জায়গায় স্থাপন ও পবিত্র কাবা শরীফের আকৃতি দেওয়ার প্রতিবাদে বালিয়াকান্দিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে।
 গতকাল ৫ই সেপ্টেম্বর দুপুরে ঈমান আকিদা রক্ষা কমিটির আয়োজনে বালিয়াকান্দি কেন্দ্রীয় ঈদগাহ ময়দান এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
 সমাবেশে ঈমান আকিদা রক্ষা কমিটির সভাপতি হাফেজ মাওলানা নূর হুসাইনের সভাপতিত্বে ও হাফেজ মাওলানা মোহাঃ মূসার সঞ্চালনায় উপজেলা জামাতের আমীর মাওলানা আব্দুল হাই জোয়ার্দার, ইসলামী আন্দোলন বালিয়াকান্দি শাখার সভাপতি মুফতি রইচ উদ্দিন, বাংলাদেশ খেলাফত মজলিস বালিয়াকান্দি শাখার সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন, জেলা জামাতের সদস্য ও বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মনির আযম মুন্নু, বালিয়াকান্দি বাজার বণিক সমিতির সভাপতি ওসমান গণি মানিক ও এনসিপি বালিয়াকান্দি শাখার আহবায়ক মোঃ আব্দুল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।
 এ সময় বক্তারা বলেন, নুরু পাগলার কবরে কাবার আকৃতি করা হয়েছে। এই ভন্ড প্রতারক কাবা শরীফকে নিচু করেছে, ইমাম মাহদীর নাম ব্যবহার করে যা করেছে তা কোনভাবেই কাম্য নয়। এই স্পর্ধা পায় কোথায় তারা। সে মরার পরেও জাতিকে একটি বিভ্রান্তিকর পরিস্থিতিতে রেখে গেছে। এইভাবে কবর কোনভাবেই তৈরী করা যায় না। 

 

 গোয়ালন্দে নবাগত ইউএনও সাথী দাসের দায়িত্ব গ্রহণ
 রাজবাড়ীতে মৃত্যুবরণকারী ও গুরুতর আহত ৪জন সরকারী কর্মচারীর মাঝে অনুদানের চেক বিতরণ
 খানখানাপুরে ৩১দফা বাস্তবায়নে বিএনপি’র মতবিনিময় অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ