রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের উদয়পুর এলাকার নিরীহ মানুষের কাছ থেকে ‘ব্ল্যাঙ্ক চেক’ জমা নিয়ে সুদের ওপর টাকা দিয়ে অতিরিক্ত সুদ আদায় ও মামলা দিয়ে হয়রানীর অভিযোগ উঠেছে সাহান সরদার নামে এক যুবকের বিরুদ্ধে।
গতকাল ১৮ই সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ভুক্তভোগী পরিবারবর্গ ও এলাকাবাসীর পক্ষ থেকে সুদে কারবারী ও সন্ত্রাসী সাহান সরদারকে গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
অভিযুক্ত সাহান সরদার রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের উদয়পুরের বাজিতপুর গ্রামের মৃত তোতা সরদারের ছেলে।
মানববন্ধনে বক্তারা বলেন, রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের উদয়পুর এলাকার সুদে ব্যবসায়ী ও সন্ত্রাসী সাহান সরদার মূলতো সে সুদের ব্যবসার পাশাপাশি প্রতারণা করেন। সুদের টাকা পরিশোধে ব্যর্থ হলে বাড়ী থেকে তুলে নিয়ে যান। বসন্তপুর ইউনিয়নের কয়েক’শ মানুষের সাথে প্রতারণা করেছে তিনি। সুদ দেওয়ার সময় এলাকার দারিদ্র মানুষের ব্যাংক একাউন্ট খোলেন। এরপর একাধিক চেকের পাতা নিয়ে সামান্য অর্থ দিয়ে হাতিয়ে নেয় অতিরিক্ত অর্থ। একসময় দারিদ্র পরিবার মূল অর্থ পরিশোধে ব্যর্থ হলে বাড়ী থেকে তুলে নিয়ে নির্যাতন করেন। পরে ফাঁকা চেকের পাতায় সুবিধামতো টাকার অংক বসিয়ে আদালতে মামলা দায়ের করেন। আবার কেউ আসল টাকার চেয়ে দ্বিগুণ সুদ পরিশোধ করার পরও সাহান তাদের চেক ফিরিয়ে না দিয়ে আরো টাকা আদায়ের জন্য মামলা দিয়ে হয়রানী করে। তার সুদের চাপাকলে পড়ে এলাকার বেশ কিছু পরিবার ভিটেমাটি ছাড়া হয়েছেন বলে অভিযোগ ভুক্তভোগীদের। দ্রুত তাকে গ্রেপ্তারের দাবী ভুক্তভোগী পরিবারগুলোর।
ভুক্তভোগীদের অভিযোগ, সাহান সরদার প্রথমে দরিদ্র মানুষদের ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেন এবং বিভিন্ন কৌশলে তাদের কাছ থেকে স্বাক্ষর করা একাধিক ব্ল্যাঙ্ক চেক সংগ্রহ করেন। এরপর অল্প টাকা দিয়ে বড় অঙ্কের সুদ আদায় করেন। কেউ টাকা পরিশোধে ব্যর্থ হলে, পূর্বে সংগৃহীত ব্ল্যাঙ্ক চেকের পাতায় ইচ্ছেমতো অঙ্ক বসিয়ে আদালতে মামলা দায়ের করেন। তার নির্যাতনে বসন্তপুর ইউনিয়নের বহু পরিবার বসতভিটা হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে।
ভুক্তভোগীরা বলেন, সাহান সরদার দীর্ঘদিন ধরে চক্রবদ্ধভাবে সুদের ব্যবসা পরিচালনা করছেন। সুদের টাকা পরিশোধে ব্যর্থ হলে তিনি গ্রাহকদের বাড়ী থেকে তুলে নিয়ে নির্যাতন করেন। প্রতারণার মাধ্যমে শতাধিক দরিদ্র পরিবারকে সর্বস্বান্ত করে দিয়েছেন তিনি।
মানববন্ধনে ভুক্তভোগী কৃষক মোহাম্মদ তাইজুদ্দিন বিশ্বাস, হাসেম শেখ, কাশেম শেখ, হালিমা বেগম, ভুক্তভোগী জসিমের মা মনোয়ারা, ভুক্তভোগী চান মিয়ার স্ত্রী বন্যা, সাথী বেগম, ভুক্তভোগী ওমর ফারুকের স্ত্রী মোছাঃ রুবিয়া খাতুনসহ অর্ধশত কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।
মানববন্ধন শেষে ভুক্তভোগী পরিবারবর্গ ও এলাকাবাসীর পক্ষ থেকে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ মাহমুদুর রহমান বলেন, নির্যাতিত পরিবার থানায় অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।