ঢাকা সোমবার, সেপ্টেম্বর ২২, ২০২৫
গোয়ালন্দের নুরাল পাগলার দরবার থেকে লুট হওয়া জেনারেটরসহ মিজানুর গ্রেপ্তার
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৯-১৯ ১৪:১৭:২৫

রাজবাড়ী জেলার গোয়ালন্দের নুরাল পাগলের দরবারে থেকে একটি জেনারেটর লুট করে নিয়ে যায় ৫জন যুবক। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে সেই জেনারেটর উদ্ধার করাসহ মিজানুর রহমান(২৪) নামে ১জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
 গতকাল ১৮ই সেপ্টেম্বর সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ শরীফ আল রাজীব।
 গ্রেপ্তারকৃত মিজানুর রহমান রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের সোনাকান্দর এলাকার হারুনুর রশিদের ছেলে।
 এর আগে গত ১৭ই সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে সোনাকান্দর গ্রামের মিজানুর রহমানের নিজ বাড়ী থেকে ডিবি ও গোয়ালন্দ থানা পুলিশের যৌথ অভিযানে লুট হওয়া জেনারেটরসহ তাকে গ্রেপ্তার করা হয়।
 অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) মোঃ শরীফ আল রাজীব বলেন, গত ৫ই সেপ্টেম্বর গোয়ালন্দের নুরাল পাগলের দরবারে বিক্ষুব্ধ জনতার হামলা ও ভাংচুরের সময় সেখানে লুটপাট চালায় বিক্ষুব্ধ জনতা। এ সময় মিজানুর রহমান নামের এক ব্যক্তি জেনারেটর চুরি করে নিয়ে যাচ্ছে এমন একটি ভিডিও ভাইরাল হয়। আমরা ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছি। তাকে নুরাল পাগলের দরবারে হামলা, ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ, লাশ পোড়ানো ও হত্যার ঘটনায় ভক্ত রাসেলের বাবা আজাদ মোল্লার দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
 তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত মিজানুরকে আজ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
 উল্লেখ্য, গোয়ালন্দের আলোচিত নুরুল হক ওরফে নুরাল পাগলের দরবারে হামলা, ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ, লাশ পোড়ানো, হত্যা এবং পুলিশের ওপর হামলা ও গাড়ী ভাংচুরের ঘটনায় পৃথক দুইটি মামলা দায়ের হলে এখন পর্যন্ত মোট ২৫ জন আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে ৮জন আসামী আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি দিয়েছে।

 

রাজবাড়ী শহরের বিভিন্ন দুর্গাপূজা  মন্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক
 রাজবাড়ী পৌর এলাকার ২৭টি দুর্গাপূজা মন্ডপে ছাত্রদল নেতার আর্থিক সহায়তা
বাংলাদেশ শিক্ষক সমিতি রাজবাড়ী সদর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ