ঢাকা সোমবার, সেপ্টেম্বর ২২, ২০২৫
পাংশায় দুর্গাপূজার প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন ও স্কুলের অভিভাবক সমাবেশসহ বিভিন্ন কর্মসূচিতে জেলা প
  • মোক্তার হোসেন
  • ২০২৫-০৯-১৯ ১৪:২১:০১

 রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার গতকাল ১৮ই সেপ্টেম্বর পাংশায় আসন্ন শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন, পাংশা পৌরসভা ভূমি অফিস পরিদর্শন, পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে এসএসসি-২০২৬ পরীক্ষার প্রস্তুতি, শিক্ষার মান উন্নয়ন, বাল্য বিবাহ প্রতিরাধ এবং মাদকাসক্তির কুফল সম্পর্কে সচেতনতার লক্ষ্যে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকমন্ডলীর উপস্থিতিতে অভিভাবক সমাবেশ, পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় চত্বরে বৃক্ষচারা রোপণ ও পাংশা উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা অফিসের উদ্যোগে ১৫জন দুঃস্থ প্রতিবন্ধীর মাঝে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ ও চিকিৎসা সহায়তা প্রদান কর্মসূচিতে যোগদান করেন।
 জানা যায়, রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার সকাল পৌছে ১১টায় পাংশা উপজেলা পরিষদ চত্বরে পৌঁছালে তাকে উপজেলা নির্বাহী অফিসার এস.এম আবু দারদা ফুলেল শুভেচ্ছা জানান। এরপর পাংশা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন শেষে পর্যায়ক্রমে উল্লেখিত কর্মসূচিতে যোগদান করেন তিনি।
 পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় চত্বরে পৌঁছালে সেখানেও বিদ্যালয়ের প্রধান শিক্ষক সান্তনা দাস তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে বিদ্যালয় চত্বরে রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার একটি বকুল ফুলের চারা রোপন করেন।
 পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় চত্বরে বালিকা বিদ্যালয়, এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠ ও কাজী আব্দুল মাজেদ একাডেমী ৩টি বিদ্যালয়ের সমন্বয়ে ব্যতিক্রমী অভিভাবক সমাবেশের আয়োজন করে উপজেলা প্রশাসন।
 পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম আবু দারদা’র  সভাপতিত্বে এবং উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলমের উপস্থাপনায় অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার বক্তব্য রাখেন।
 তিনি বলেন, শিক্ষা ও কালচারের জন্য পাংশা একটি উন্নত উপজেলা। শিক্ষার্থীদের অমিত সম্ভাবনা লুকিয়ে আছে। পড়াশোনা করতে হবে। জীবনে বড় একটা জায়গায় যাওয়ার জন্য স্বপ বাস্তবায়নের জন্য পরিশ্রম করতে হবে। পরিশ্রমের কোন বিকল্প নাই। শিক্ষার্থীদের মনোযোগ সহকারে পড়াশোনার আহবান জানিয়ে তিনি বলেন, যে সকল বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব আছে সেখানে মাল্টি মিডিয়ার কাজ সচল রাখতে হবে।
 অভিভাবক সমাবেশে রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তারকে মানপত্র প্রদান করেন পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সান্তনা দাস। প্রধান অতিথি রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়, এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠ ও কাজী আব্দুল মাজেদ একাডেমীর শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।
 অভিভাবক সমাবেশে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন, পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের অভিভাবক সদস্য, পাংশা শিল্প ও বণিক সমিতির সভাপতি মোঃ বাহারাম হোসেন সরদার, পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সান্তনা দাস, এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোঃ মোতাহার হোসেন, কাজী আব্দুল মাজেদ একাডেমীর প্রধান শিক্ষক মুহাম্মদ শাহাদত হোসেন, অভিভাবক কৃষিবিদ জামাল হোসেন, ফরিদ উদ্দিন ও সালমা বেগম, এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের শিক্ষার্থী তানজিদ মাহমুদ সিয়াম, পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী মালিহা শেখ মিলা ও কাজী আব্দুল মাজেদ একাডেমীর শিক্ষার্থী প্যারিস কুন্ডু প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক, পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের সভাপতি ও পাংশা উপজেলা সমবায় কর্মকর্তা মুহাম্মদ সাইফুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
 পরে রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার পাংশা পৌর শহরের ভাই ভাই সংঘ মাতৃমঙ্গল দুর্গাপূজা মন্ডপ ও দত্তপাড়া কল্যাণ সংঘ সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেন।
 এ সময় পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আবু দারদা, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ সালাউদ্দিন, রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক, পাংশা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ আসলাম হোসেন, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক প্রান্তোষ কুন্ডু, সদস্য সচিব বিধান কুমার বিশ^াস ও পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি নির্মল কুমার কুন্ডু এবং ভাই ভাই সংঘ মাতৃমঙ্গল দুর্গাপূজা মন্ডপ ও দত্তপাড়া কল্যাণ সংঘ সার্বজনীন দুর্গাপূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

রাজবাড়ী শহরের বিভিন্ন দুর্গাপূজা  মন্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক
 রাজবাড়ী পৌর এলাকার ২৭টি দুর্গাপূজা মন্ডপে ছাত্রদল নেতার আর্থিক সহায়তা
বাংলাদেশ শিক্ষক সমিতি রাজবাড়ী সদর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ