রাজবাড়ী বাজার পাঠশালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের শাররীরিক নান্দনিক ও মানসিক বিকাশের লক্ষ্যে একটি পরিস্কার পরিচ্ছন্ন খেলার মাঠ ও স্কুল এলাকাকে মাদকমুক্ত করার লক্ষ্যে গতকাল শুক্রবার বিকেলে স্কুল মাঠে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ মামুনুর রশিদ, স্কুল এডহক কমিটির সদস্য মোঃ আনোয়ার হোসেন মুকুলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ফুটবল ফেডারেশনের জেলা সভাপতি অধ্যক্ষ এবিএম মঞ্জুুরুল আলম দুলাল, বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী প্রেসক্লাব সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম হিরণ, জেলা কৃষক দলের সভাপতি মোঃ আইয়ুবুর রহমান, বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক কাজী বেনজির আহমেদ, সদস্য সচিব মোবায়দুল ইসলাম, মিরাজ, মোঃ কাউছার মাহমুদ ও সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নাসরিন আক্তার।
৮নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারী মোঃ নাসির মিয়ার সঞ্চালনায় এ সময় সভায় অন্যান্যর মধ্যে আরো বক্তব্য রাখেন পৌর বিএনপি নেতা মোঃ আশরাফ আলী, মোঃ দাউদুল ইসলাম জ্যোতি, খান মোঃ আলী আশরাফ, জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি মোঃ হিরু মিয়া, পরিবহন শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক মোঃ রমজান আলী খান, এলাকাবাসীর পক্ষ মোঃ মোফাজ্জল হোসেন বকুল, আইনদ্দিন শেখ ও মোঃ আব্দুস সামাদ রাশেদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ এবিএম মঞ্জুুরুল আলম দুলাল বলেন, আমি জানি এই স্কুলের সামনের মাঠে পৌরসভা ও জেলা প্রশাসকের খাস খতিয়ানে কিছু জায়গা আছে, এই জায়গা অবৈধভাবে দখলের জন্য একটি অশুভ চক্র পাঁয়তারা করে চলছে, তাদের এই ইচ্ছা কোনদিন পূর্ণ হবে না, এলাকাবাসীর সহযোগিতা নিয়ে দ্রুততম সময়ের মধ্যে আমরা এই জায়গা স্কুলের নামে বরাদ্দ নিয়ে বাচ্চাদের জন্য সুন্দর একটি খেলার মাঠ তৈরি করবো।
বিশেষ অতিথির বক্তব্যে প্রেসক্লাব সেক্রেটারী শহীদুল ইসলাম হিরন বলেন, বাজার পাঠশালা স্কুলের ১১৭ বছরের অতীত ঐতিহ্য ধরে রাখতে এলাকাবাসী কোন সন্ত্রাসী দখলবাজদের কাছে মাথানত করবেনা, এলাকাকে সন্ত্রাস ও মাদকমুক্ত করতে প্রয়োজন আমরা সবাই একসাথে কাজ করবো।