রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের সমাধিনগর গ্রামে এক পরিবারে ৩জন সদস্য একসঙ্গে বিসিএসে উত্তীর্ণ হয়ে চিকিৎসক হিসেবে স্বাস্থ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
তারা হলেন- শিবাজী প্রসাদ বিশ্বাস, তার ছোট ভাই ডাঃ গৌরব বিশ্বাস এবং শিবাজীর স্ত্রী ডাঃ ইন্দ্রানী সাহা। সদ্য ঘোষিত ৪৮তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে তাদের নাম আসায় পরিবার ও এলাকায় আনন্দের বন্যা বয়ছে।
শিবাজী ও গৌরব প্রয়াত বিনয় কৃষ্ণ বিশ্বাস ও নীলিমা রানী বিশ্বাসের সন্তান। তাদের বাবা সমাধিনগর আর্য্য সংঘ বিদ্যামন্দির মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন এবং মা সাধুখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। অন্যদিকে ইন্দ্রানী সাহা শিবাজীর স্ত্রী, তিনি বরিশালের অজয় সাহা ও লিপিকা সাহার মেয়ে।
জানা গেছে, শিবাজী প্রসাদ বিশ্বাস ২০১২ সালে সমাধিনগর আর্য্য সংঘ বিদ্যামন্দির মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০১৪ সালে যশোর ক্যান্টনমেন্ট কলেজ থেকে জিপিএ-৫ পেয়ে এইচএসসি পাস করেন। এরপর ভর্তি হন চট্রগ্রাম মেডিকেল কলেজে। বর্তমান শিবাজী ফরিদপুর মেডিকেল কলেজে এফসিপিএস(মেডিসিন) পার্ট-২ কোর্স করছেন।
তার ছোট ভাই গৌরব বিশ্বাস ২০১৪ সালে সমাধিনগর আর্য্য সংঘ বিদ্যামন্দির মাধ্যমিক বিদ্যলয় থেকে এসএসসি এবং ২০১৬ সালে দ্বারিয়াপুর ডিগ্রী কলেজ থেকে জিপিএ-৫ পেয়ে এইচএসসি পাস করেন। এরপর ভর্তি হন ঢাকা মেডিকেল কলেজে। বর্তমানে গৌরব বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এমডি(ইন্টারনাল মেডিসিন) কোর্স করছেন রেসিডেন্ট হিসেবে।
শিবানী প্রসাদের স্ত্রী ইন্দ্রানী সাহা ২০১৫ সালে বরিশাল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০১৭ সালে বরিশাল সরকারী মহিলা কলেজ থেকে জিপিএ-৫ পেয়ে এইচএসসি পাস করেন। এরপর ভর্তি হন চট্রগাম মেডিকেল কলেজে। বর্তমানে ইন্দ্রানী সাহা ফরিদপুর মেডিকেল কলেজে এফসিপিএস(গাইনি ও অবস) পার্ট-২ কোর্স করছেন।
শিবানী প্রসাদ তার অভিব্যক্তি প্রকাশ করে জানান, তার বাবার খুব ইচ্ছা ছিল তার দুই সন্তানের অন্তত একজন হলেও যেন চিকিৎসক হন। দেশের মানুষের সেবায় যেন সে নিবেদিত থাকে। তারা বাবা মারা যান ২০১৪ সালে। বাবার মৃত্যুর পর তারা খুব হতাশ হয়ে পড়েন। তাদের মা তাদেরকে আগলে রাখেন। বাবার ইচ্ছার কথা স্মরণে রেখে তারা দুই ভাই-ই পড়াশোনা করতে থাকেন। এক পর্যায়ে তারা দুই ভাই-ই মেডিকেলে ভর্তিও সুযোগ পান।
কিন্তু দুঃখের বিষয় সেটা তার বাবা দেখে যেতে পারেননি। তাদের বাবা বেঁচে না থাকলেও তাদের বাবার সেই ইচ্ছা তারা লালন করে চলছেন। তাদের বাবার স্বপ্ন পূরণে তারা কাজ করবেন। দেশের মানুষের সেবায় তারা নিজেদেরকে সব সময় নিয়োজিত রাখবেন।
তিনি আরও বলেন, তাদের ইচ্ছা ছিল যেকোন এক ভাই দেশের বাইরে চলে যাবেন। কিন্তু তাদের বাবা সেটা পছন্দ করতেন না। দেশের প্রতি তার বাবার একটা অন্য রকম ভালোবাসা ছিল, টান ছিল। বাবার সেই দেশপ্রেমকে তারা সম্মান জানান। দুই ভাইসহ ইন্দ্রানী দেশের মানুষের সেবায় তারা বাকী জীবন কাটাবেন। মানুষের সেবার মধ্য দিয়েই তারা তাদের বাবাকে স্মরণ করবেন। এজন্য সবার কাছে দোয়া চান তারা।
প্রতিবেশি অমিয় প্রসাদ রায় জানান, একই পরিবারের ৩জন বিসিএসে উত্তীর্ণ হওয়ায় শুধু পরিবার নয়, পুরো এলাকাই আনন্দে উচ্ছ্বসিত।
সুপারিশপ্রাপ্ত ৩জনের মা নীলিমা রানী বিশ্বাস(একজনের শ্বাশুরী মা) আবেগে আপ্লুত হয়ে জানান, আজ ওদের বাবা বেঁচে থাকলে খুবই খুশি হতেন। তার জীবনদশায় সে তার সন্তানদের সফলতা দেখে যেতে পারল না। এটা তাদের পরিবারের জন্য খুবই কষ্টের। এই মহাআনন্দের খবরেও তারা মর্মাহত। তবে তার একমাত্র চাওয়া, সন্তানরা যেন দেশের মানুষের সেবার মধ্য দিয়ে বাবার স্বপ্ন পূরণ করে।