জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডঃ মোঃ মোখলেস উর রহমান মেহেরপুর ও পাবনা জেলায় গমনকালে গতকাল ১৯শে সেপ্টেম্বর সকালে রাজবাড়ী সার্কিট হাউজে সংক্ষিপ্ত যাত্রা বিরতি করেন। তিনি সার্কিট হাউজে এসে পৌঁছালে জেলা প্রশাসক সুলতানা আক্তার ও পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম তাকে ফুলেল অভ্যর্থনা জানান। এছাড়াও একই সময়ে পরিকল্পনা মন্ত্রনালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব মোঃ কামাল উদ্দিন সার্কিট হাউজে এসে পৌঁছালে তাকেও জেলা প্রশাসক সুলতানা আক্তার ও পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম ফুলেল অভ্যর্থনা জানান। এ সময় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন -মাতৃকণ্ঠ।