রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপঁচা ১নং আশ্রয়ণ প্রকল্পের ৭নম্বর শেড আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
গত ২৯শে সেপ্টেম্বর দিনগত রাত ৩টার দিকে আগুন লাগলে মুহুর্তের মধ্যে সব পুড়ে যায়। এই শেডের ১০টি কক্ষে ১০টি পরিবার বসবাস করতো। রাতে সাতটি পরিবার ঘুমিয়ে ছিলেন। আগুনের তাপে তাদের ঘুম ভেঙ্গে গেলেও ঘর থেকে কিছুই বের করতে পারেনি।
আগুনের খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নেভায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুন লাগতে পারে। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবী অন্ততঃ ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে তাদের। এসব অসহায় দরিদ্র পরিবার খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছেন।
গত ৩০শে সেপ্টেম্বর সরেজমিনে দেখা যায়, তেনাপঁচা আশ্রয়ণ প্রকল্পের ৭নম্বর শেডের সম্পূর্ণ পুড়ে ভষ্মিভূত হয়েছে। ঘরের সকল জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। অনেকে ঘরে থাকা পোড়া জিনিসপত্র নেড়ে চেড়ে দেখছেন। কেউ পোড়া জিনিসপত্র সরানোর চেষ্টা করছে। কেউ নিজের শেষ সম্বল হারিয়ে আহাজারি করছে। আবার পরিবারের ছোট্ট শিশু শিক্ষার্থী স্তুপ থেকে তার পোড়া বই খুঁজে বের করছে।
আশ্রয়ণের বাসিন্দা ফুলচাঁদ সরদার বলেন, সারাদিন গাছ কাটার কাজ শেষ করে তিনি অনেক রাতে বাড়ী ফিরেন। খাওয়া শেষ করে রাত একটার দিকে ঘুমিয়ে পড়েন। রাত তিনটার দিকে তাদের শেডে আগুন লাগলে অনেকে চিৎকার চেচোমেচি করতে থাকেন। আগুনের উত্তাপ শরীরে লাগলে তখন তিনি দ্রুত ঘর থেকে বেরিয়ে পড়েন।
আরেক বাসিন্দা সাহেদা খাতুন আহাজারি করা অবস্থায় বলেন, তার ৯মাস বয়সী একমাত্র সন্তান স্বাধীনকে ফেলে স্বামী ফারুক শেখ চলে যান। ছেলেকে বিদেশে পাঠাবেন বলে অনেক কষ্টে রাস্তায় ও মানুষের বাড়ী কাজ করে দুই লাখ টাকার বেশি জমিয়েছিলেন। গত ২৯শে সেপ্টেম্বর পাশের গ্রামের ভাইয়ের বাড়ী অনুষ্ঠানে যাওয়ায় রাতে ফিরতে পারেননি। রাতে আগুন লাগার খবর পেয়ে এসে দেখেন সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। ফুলচাঁদ সরদার ও সাহেদা খাতুনের মতো আশ্রয়ণ প্রকল্পের ১০টি পরিবারের সকলের করুণ দশা। ঘর থেকে কেউ কিছুই বের করতে পারেনি।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদুর রহমান বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনা খাবার দেওয়া হয়েছে। এছাড়া ত্রাণ সহায়তার জন্য তালিকা প্রস্তুত করে জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে।