ঢাকা শুক্রবার, অক্টোবর ৩, ২০২৫
দৌলতদিয়ায় দুর্গাপূজা উপলক্ষে মেলা বন্ধ করে দিলো উপজেলা প্রশাসন
  • মইনুল হক মৃধা
  • ২০২৫-১০-০১ ১৪:৫৮:৫২

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া রেল স্টেশন এলাকায় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত মেলা বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। 
 গতকাল ১লা অক্টোবর বিকেল ৪টার দিকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদুর রহমান এবং গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল্লাহ আল মামুন মেলা স্থলে গিয়ে সংশ্লিষ্টদের মেলা বন্ধের নির্দেশ দেন।
 বেশ কয়েক বছর ধরে দুর্গাপূজা উপলক্ষে এখানে মেলার আয়োজন করে আসছিলেন স্থানীয়রা।
 এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদুর রহমান জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশের প্রেক্ষিতে দেশে এবার কোথাও মেলা বসতে পারবে না। সেই নির্দেশনার প্রেক্ষিতে এবং আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে মেলা বন্ধ করা হয়েছে।
 এলাকার কয়েকজন ব্যবসায়ী ও বাসিন্দা জানান, এ বছর দৌলতদিয়া রেলস্টেশন এলাকায় আয়োজিত মেলায় ৩৫টি দোকান বসেছিল। মেলায় বেচা-কেনাও বেশ জমে উঠেছিল। মেলাকে কেন্দ্র করে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে উৎসবের আমেজ তৈরি হয়েছিল। কিন্তু শেষ মুহুর্তে এসে মেলা বন্ধ করে দেয়ায় সবার মাঝে অসন্তোষ বিরাজ করছে।

 

বিএনপি ক্ষমতায় গেলে পল্লী চিকিৎসকদের চিকিৎসার সেবায় আরো মানোন্নয়ন করা হবে----খৈয়ম
 দৌলতদিয়ায় দুর্গাপূজা উপলক্ষে মেলা বন্ধ করে দিলো উপজেলা প্রশাসন
 গোয়ালন্দে আশ্রয়ণ প্রকল্পে আগুনে ক্ষতিগ্রস্ত ১০টি পরিবার এখন খোলা আকাশের নিচে
সর্বশেষ সংবাদ