ঢাকা শুক্রবার, অক্টোবর ৩, ২০২৫
রাজবাড়ী শহরের হরিতলা দুর্গাপূজা মন্দির পরিদর্শনে সাবেক সংসদ সদস্য খৈয়ম
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৫-১০-০১ ১৪:৫৭:৫৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজবাড়ী পৌরসভার বড়পুল হরিতলা সার্বজনীন মন্দির পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
 গতকাল ১লা অক্টোবর সন্ধ্যায় নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি এই মন্দির পরিদর্শন করেন।
 এ সময় জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবীব, সাবেক দপ্তর সম্পাদক এ মজিদ বিশ্বাস, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন সম্রাট, সদস্য সচিব মামুনুল ইসলাম রনি, রাজবাড়ী পৌর যুবদলের আহ্বায়ক শামসুল আলম খান রানা, সদস্য সচিব গোলাম মহিউদ্দিন গিটার, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম খায়রু, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট জেলা শাখার আহ্বায়ক অশোক কুমার সরকার, জেলা মহিলা দলের সভাপতি কুমকুম নজরুল, সিনিয়র সহ-সভাপতি ফারজানা ইয়াসমিন ডেইজি ও সিনিয়র সহ সাধারণ সম্পাদক সোনিয়া আক্তার স্মৃতি প্রমুখ উপস্থিত ছিলেন।
 বড়পুল হরিতলা সার্বজনীন মন্দিরের সভাপতি সিনিয়র আইনজীবী স্বপন কুমার সোম বিএনপির নেতৃবৃন্দকে স্বাগত জানান।
 পরিদর্শনকালে সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম মন্দিরের সার্বিক খোঁজখবর নেন এবং হিন্দু সম্প্রদায়ের সাথে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন। 

 

রাজবাড়ীতে ১১০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান
গোয়ালন্দে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে  জেলা জামায়াতের আমীর নূরুল ইসলাম
রাজবাড়ী শহরের হরিতলা দুর্গাপূজা মন্দির পরিদর্শনে সাবেক সংসদ সদস্য খৈয়ম
সর্বশেষ সংবাদ