রাজবাড়ীতে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে মা ইলিশ ধরার অপরাধে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ৭৪ লক্ষ ৫৬ হাজার টাকার জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এ সময় ২১জন জেলেকে বিভিন্ন কারাদন্ড দেওয়া হয়েছে।
রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুব উল হক গতকাল ২১শে অক্টোবর জানান, গত ২৪ ঘন্টায় ইলিশ রক্ষা অভিযানের অংশ হিসেবে রাজবাড়ী, গোয়ালন্দ, কালুখালী ও পাংশায় উপজেলা প্রশাসন, মৎস্য দপ্তর, কোস্ট গার্ড ও নৌ পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় ৯টি অভিযানে ৫টি মোবাইল কোর্ট করা হয়েছে।
তিনি আরো জানান, এই ২৪ ঘন্টায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ২১জন জেলেকে আটক করা হয়। এর মধ্যে সদর উপজেলার ৩জনকে ২দিন, ৭ জনকে ৩দিন, ৪জন ৫দিন, ৩জনকে ৬দিন এবং গোয়ালন্দ উপজেলার ২জনকে ৫দিন, ২জনকে ৩দিন করে কারাদন্ড দেওয়া হয়েছে। এছাড়াও সদর উপজেলায় ১জন জেলেকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানকালীন সময়ে ৩ লক্ষ ৮৩ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। যার আনুমানিক মূল্য ৭৪ লক্ষ ৫৬ হাজার টাকা। এ সময় ১৪৩ কেজি ইলিশ মাছ জব্দ করে মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করে দেওয়া হবে।
অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, জেলা পুলিশ, কোস্ট গার্ড, নৌ-পুলিশ এবং জেলা ও উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
জেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, গত ৪ই অক্টোবর থেকে গতকাল ২১শে অক্টোবর পর্যন্ত ১৪৪টি অভিযানে ৪৯টি মোবাইল কোর্ট করা হয়েছে। এ সময় ৯১১ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। ২৩ লক্ষ ৩৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৩৪ কোটি ৫০ লক্ষ ৯৬ হাজার টাকা। এছাড়াও ১৬২ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়েছে। ২২ জনের নামে নিয়মিত মামলা দায়ের এবং অভিযানে আটককৃত নৌকা নিলামে বিক্রি করে ৯৭ হাজার টাকা সরকারী কোষাগারে জমা দেওয়া হয়েছে। এছাড়াও জেলেদের ১ লক্ষ ১০ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে।



