ঢাকা বৃহস্পতিবার, জানুয়ারী ১৫, ২০২৬
আলাদিপুর বাজারের ঔষধ ব্যবসায়ি ডাঃ ফজলুল হক দেওয়ানের ইন্তেকাল
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-১০-২২ ১৫:৪৮:১১

 রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক ও আলাদিপুর বাজারের ঔষধ ব্যবসায়ি ডাঃ ফজলুল হক দেওয়ান(৭৫) ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
 গত ২১শে অক্টোবর রাত পৌনে ৯ টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে ফরিদপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
 জানা গেছে, গত ২১শে অক্টোবর বিকেলে ডাঃ ফজলুল হক দেওয়ান হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুরে রেফার করা হয়। ফরিদপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই রাতেই তার মরদেহ নিজ বাড়িতে আনা হয়। গতকাল ২২শে অক্টোবর সকাল ১১টায় জানাযা শেষে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে ও অসংখ্য আত্মীয় স্বজনসহ গুণগ্রাহী রেখে গেছেন।
 তার মৃত্যুতে পরিবার, আত্মীয় স্বজন ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

 

পাংশায় দ্রুতগামী ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী দুই যুবক নিহত
মদাপুরে বিকাশ ব্যবসায়ীকে  গুলি করে টাকা ছিনতাই
 সোনাকান্দরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ