ঢাকা শুক্রবার, অক্টোবর ২৪, ২০২৫
কালুখালী উপজেলায় সুফলভোগীদের মধ্যে উন্নত জাতের মুরগি ও খাদ্য উপকরণ বিতরণ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-১০-২২ ১৫:৪৯:১০

 নদী বিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার চরাঞ্চলের সুফলভোগীদের মধ্যে উন্নত জাতের মুরগি ও খাদ্য উপকরণ বিতরণ করা হয়েছে। 
 গতকাল ২২শে অক্টোবর সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের উদ্যোগে রতনদিয়া ইউনিয়নের পশ্চিম হরিণবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপকারভোগীদের মাঝে প্রত্যেক উপকারভোগীকে ২৫টি করে উন্নত জাতের মুরগি ও ৩ বস্তা (৭৫ কেজি) চিকেন ফিড বিতরণ করা হয়।
 এ সময় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) শামস্ সাদাত মাহমুদ উল্লাহ্ ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম রতনসহ অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
 মুরগি পেয়ে চরাঞ্চলের এসব উপকারভোগীরা বলেন, আমরা চরাঞ্চলের মানুষ। আমাদের স্বামীরা কৃষিকাজ করে কোনরকম সংসার চালায়। ২৫টি করে মুরগি পেয়ে আমাদের অনেক উপকার হয়েছে। মুরগি পালন করে আমরা সংসারে নতুন করে সচ্ছলতা ফিরিয়ে আনতে পারব।
 উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম রতন বলেন, এই প্রকল্পের আওতায় আজকে উপজলার রতনদিয়া ও কালিকাপুর ইউনিয়নের চরাঞ্চলের ৮০ জন উপকারভোগীর মাঝে প্রত্যেককে ২৫টি করে উন্নত জাতের মুরগি, ৮০ জন মুরগি পালনকারী উপকারভোগীর প্রত্যেককে ৩ বস্তা ৭৫ কেজি করে খাবার বিতরণ করা হয়েছে। 
 এছাড়াও ইতিপূর্বে বিতরণকৃত ২১জন ছাগল পালনকারী উপকারভোগী কে ২৫ কেজি করে ছাগলের খাবার ও ৭৫ জন ভেড়া পালনকারী উপকারভোগীকে ২৫ কেজি করে ভেড়ার খাবার বিতরণ করা হয়। 
 তিনি আরো বলেন, এসব উপকার ভোগীদের ২দিনব্যাপী মুরগি পালনের প্রশিক্ষণ দেয়া হয়েছে। এছাড়াও এই প্রকল্প থেকে মুরগি পালনের ঘর নির্মাণ বাবদ প্রত্যেক উপকারভোগীকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৮ হাজার ৮শত টাকা করে দেওয়া হবে।
 উপজেলা সহকারী কমিশনার(ভূমি) শামস্ সাদাত মাহমুদ উল্লাহ্ বলেন, এই প্রকল্প চরাঞ্চলের মানুষের পুষ্টি চাহিদা পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এসব পরিবার ক্রমান্বয়ে স্বাবলম্বিতার পথে এগিয়ে যাবে।

 

বসন্তপুরে দিবালোকে ব্যবসায়ীর বাড়িতে হামলা ভাংচুর-লুটপাট॥থানায় মামলা॥১জন গ্রেফতার
কালুখালী উপজেলায় সুফলভোগীদের মধ্যে উন্নত জাতের মুরগি ও খাদ্য উপকরণ বিতরণ
 আলাদিপুর বাজারের ঔষধ ব্যবসায়ি ডাঃ ফজলুল হক দেওয়ানের ইন্তেকাল
সর্বশেষ সংবাদ