দলের সিদ্ধান্ত আমাদের সবাইকে মেনে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আপনারা ধৈর্য্য ধরুন, ধর্য্যহারা হবেন না।
রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা বিএনপি আয়োজিত দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় রাজবাড়ী জেলা বিনপির সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-২ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী হারুন অর রশিদ হারুন একথা বলেন।
গতকাল ৪ঠা নভেম্বর বিকালে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম সরোওয়ার ভূঁইযার সঞ্চালনায় মতবিনিময সভায় তিনি আরো বলেন, পার্টির সিদ্ধান্ত মোতাবেক ২৩৭ আসনের নাম ঘোষণা করা হয়েছে। বাকী ৬৩ আসন স্থগিত রাখা হয়েছে। যা দলের হাইকমান্ড বিবেচনা করবে। নিরাশ হওয়ার কিছু নেই। আমাদের সাথে শরিক হয়ে জোটগতভাবে বিগত সময়ে ফ্যাসিষ্ট মুক্ত করার লক্ষ্যে যুগপৎ আন্দোলনে শরিক হয়েছে অনেক দল। তাদেরকেও তো আসন দিতে হবে। তাই দল ৬৩টি আসন স্থগিত রেখেছে। বাকী আসনগুলো এখনো চূড়ান্ত হয় নাই।
আজ বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পেলাম শরিক দলের ১২জনকে সবুজ সংকেত দেয়া হয়েছে। বাকী আসনে যারা দলের জন্য নিবেদিত, বিগত আন্দোলনে সক্রিয় ও পরিক্ষিত, যারা নির্বাচন করে ভোটে নির্বাচিত হয়ে আসতে পারবে তাদেরকে বিবেচনায় রেখেছে। তাই আপনারা সবাই ধৈর্য্য ধরুন। এমনতো নই যে বাকী আসনগুলো ঘোষণা দিয়েছে। আমরা জিয়ার আদর্শকে ধারণ করে আপনাদের সাথে নিয়ে রাজনীতি করছি। আগে দলকে ভালোবাসতে হবে। জনগনকে ভালোবাসতে হবে। তবেই এর প্রতিফলন হবে। দল যাকেই ধানের শীষ প্রতীক দিবে তার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
মতবিনিময় সভায় উপজেলাসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।



