ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
চিংড়ি মাছের মধ্যে জেলি॥রাজবাড়ীর শ্রীপুর বাজারে দুই জেলের জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-১১-২৪ ১৪:৩৪:৩৪
ওজন বাড়ানোর জন্য চিংড়ি মাছে ক্ষতিকর জেলি ব্যবহার করার দায়ে গতকাল ২৪শে নভেম্বর দুপুরে রাজবাড়ী সদর উপজেলার শ্রীপুর বাজারের ২জন জেলেকে ১৫শত টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর -মাতৃকণ্ঠ।

ওজন বাড়ানোর জন্য চিংড়ি মাছে ক্ষতিকর জেলি ব্যবহার করার দায়ে রাজবাড়ী সদর উপজেলার শ্রীপুর বাজারের ২জন জেলেকে ১৫শত টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

  গতকাল ২৪শে নভেম্বর দুপুরে অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শরিফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদেরকে এই জরিমানা করা হয়। 

  এছাড়াও তাদের কাছ থেকে জেলি ঢোকানো ২৩ কেজি চিংড়ি মাছ জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়। 

  জেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য কুমার প্রামানিক এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি দল অভিযানে সহযোগিতা করে।

পাংশা-কালুখালী উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি
বিশ্ব রেডক্রস-রেড ক্রিসেন্ট দিবসে রাজবাড়ীতে র‌্যালী-আলোচনা সভা
পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
সর্বশেষ সংবাদ