রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল ১৪ই ডিসেম্বর সকালে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে হাবাসপুর বাজারস্থ শহীদ আরশেদ আলীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জানা যায়, গতকাল রবিবার সকাল ১০টায় পাংশা উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, হাবাসপুর ইউনিয়ন পরিষদ ও হাবাসপুর কাশিমবাজার রাজ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে শহিদ আরশেদ আলীর সমাধিতে পুষ্পস্তবক প্রদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়। পুষ্পস্তবক প্রদানের পর শহিদ আরশেদ আলীর সমাধি চত্বরে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাতুল হকের সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ আসলাম হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে পাংশার এসিল্যান্ড সাদ আহম্মেদ, পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ মঈনুল ইসলাম, পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক ও হাবাসপুর ইউপির সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ খান, পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব ও মৃগী শহীদ দিয়ানত ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম জাহাঙ্গীর, পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ তোফাজ্জল হোসেন ও হাবাসপুর ইউপির চেয়ারম্যান আল মামুন খান বক্তব্য রাখেন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাবাসপুর বাজার জামে মসজিদের পেশ ইমাম মোঃ সোহেল আমিন খান।
বীর মুক্তিযোদ্ধা, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

.jpg)

