রাজবাড়ী জেলা স্টেডিয়ামে গতকাল ১৩ই জানুয়ারী বিকেলে অনুষ্ঠিত ঢাকা জেলা বনাম রাজবাড়ী জেলা দলের মধ্যে অনূর্ধ্ব ১৭ জাতীয় ফুটবল খেলায় রাজবাড়ী জেলা দল ঢাকা জেলা দলের বিপক্ষে ২-১ গোলে জয়ী হয়। খেলা শেষে রাজবাড়ী জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এবিএম মঞ্জুুরুল আলম দুলাল খেলায় ম্যান অব দ্যা ম্যাচ রাজবাড়ী জেলা দলের নাইমের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন -মাতৃকণ্ঠ।



