ঢাকা বুধবার, জানুয়ারী ১৪, ২০২৬
সংসদ নির্বাচন ও গণভোটের কারণে রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের নির্বাচন স্থগিত
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৬-০১-১৩ ১৪:৩৭:৫১

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের কারণে রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের নির্বাচন স্থগিত হয়েছে।
 গতকাল ১৩ই জানুয়ারী বিকেলে বিষয়টি নিশ্চিত করেন জেলা বার এসোসিয়েশন নির্বাচনের নির্বাচন কমিশনার সিনিয়র আইনজীবী এডঃ অশোক কুমার সাহা।
 রাজবাড়ী জেলা বার এসোসিয়েশন নির্বাচনের নির্বাচন কমিশনার সিনিয়র আইনজীবী এডঃ অশোক কুমার সাহা বলেন, আগামী ২৯শে জানুয়ারী রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হবার কথা ছিলো। গত ৮ই জানুয়ারী বার এসোসিয়েশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। কিন্তু আগামী ১২ই ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবার কারণে এই জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশে অবস্থিত যেকোনো পেশাজীবি সংগঠন বা অন্য কোন সংগঠনের নির্বাচন আয়োজন না করার জন্য বলা হয়েছে। সরকার থেকে এই সংক্রান্ত একটি চিঠি আজ বার এসোসিয়েশনে পাঠানো হয়। এ কারণে আপাতত নির্বাচন স্থগিত হয়েছে।
 তিনি আরও বলেন, বার এসোসিয়েশনের নির্বাচনের পরবর্তী তারিখ এখনো ঠিক হয়নি। আজকে কার্যকরী কমিটির একটি মিটিং হয়েছে। এরপর জেনারেল মিটিং আহ্বান করা হবে, তখন ওই মিটিং এ নির্বাচনের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
  এদিকে গত ১২ই জানুয়ারী বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, আগামী ১২ই ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের কার্যক্রমকে যেকোন ধরনের প্রভাবমুক্ত রাখার লক্ষ্যে দেশের সকল পেশাজীবি সংগঠনের নির্বাচন, শিক্ষা প্রতিষ্ঠানের সকল প্রকারের নির্বাচন, পরিবহন মালিক ও শ্রমিক সমিতির নির্বাচন, সাংবাদিক সমিতির নির্বাচন, বণিক সমিতির নির্বাচন, সমবায় সমিতির নির্বাচন, ট্রেড ইউনিয়নের নির্বাচনসহ সকল সংগঠনের নির্বাচন আগামী ১২ই ফেব্রুয়ারী তারিখের পর অনুষ্ঠান করার জন্য নির্বাচন কমিশন নির্দেশনা প্রদান করেছে।

 

রাজবাড়ীর পদ্মায় দেখা মিলল কুমিরের আতঙ্কে নদী পাড়ের মানুষ
সফলতার সাথে রাজবাড়ীতে ১বছর পূর্ণ  করলেন জেলা প্রশাসক সুলতানা আক্তার
 রাজবাড়ীতে শীতার্তদের মাঝে জেলা প্রশাসনের কম্বল বিতরণ
সর্বশেষ সংবাদ