মানবিকতার উষ্ণতা ছড়িয়ে দিতে রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল ১৩ই জানুয়ারী সন্ধ্যায় অফিসার্স ক্লাব প্রাঙ্গনে হতে শীতার্ত অসহায় বিশেষ চাহিদা প্রতিবন্ধী শিশু ও দুস্থ মানুষের হাতে কম্বল তুলে দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ তারিফ-উল-হাসান, নেজারত ডেপুটি কালেক্টর মোঃ হাফিজুর রহমান, সহকারী কমিশনার মোঃ আশিকুজ্জামান, মোঃ মিজানুর রহমান সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
শীতের কষ্টে জর্জরিত মানুষদের পাশে দাঁড়িয়ে জেলা প্রশাসকের এই উদ্যোগ তাদের মুখে স্বস্তির হাসি ফোটায়। অসহায় শিশু, নারী ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণের মাধ্যমে শীতের দুর্ভোগ লাঘবে কার্যকর ভূমিকা রাখে এই আয়োজন।
মানবিক দায়িত্ববোধ থেকে নেওয়া জেলা প্রশাসনের এ ধরনের উদ্যোগ সমাজে সহমর্মিতা, দায়িত্বশীলতা ও জনসেবার অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে এই প্রত্যাশা সকলের।


