রাজবাড়ী জেলার ২৬তম জেলা প্রশাসক হিসেবে গত ২০২৫ সালের ১৩ই জানুয়ারী দায়িত্ব গ্রহণ করেছিলেন সুলতানা আক্তার। দায়িত্ব গ্রহনের সেই দিন থেকে আজ পর্যন্ত তিনি সফলতার সাথে দায়িত্ব পালন করে জেলাবাসীর মন জয় করেছেন।
গত ১বছরের পথচলায় তার প্রজ্ঞাবান নেতৃত্ব, সুদৃঢ় প্রশাসনিক সক্ষমতা ও জনস্বার্থনির্ভর সিদ্ধান্তে রাজবাড়ী জেলা প্রশাসনের কার্যক্রমে গতি, শৃঙ্খলা ও ইতিবাচক পরিবর্তন সূচিত হয়েছে। এই এক বছরে রাজবাড়ী জেলা কেবল সময় অতিক্রম করেনি; শিক্ষা, সংস্কৃতি, মানবিকতা, অবকাঠামো, প্রশাসনিক স্বচ্ছতা ও নাগরিক সেবার বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।
জানা গেছে, গত ১বছরে জেলা প্রশাসক সুলতানা আক্তার শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে গৃহীত উদ্যোগ সমূহের মধ্যে ছিল- বেথুলিয়া বারলাহুরিয়া সিদ্দিকিয়া কামিল মাদরাসার নামফলক উন্মোচন, কালুখালী সেনা স্কুল ও কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন, শিক্ষার মান উন্নয়নে আলোচনা সভা, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা-২০২৫, আইসিটি, ভূমি আইন, স্বাস্থ্যসেবা ও ধর্মীয় জ্ঞান বিষয়ে পুরোহিত প্রশিক্ষণ কর্মসূচি সহ অসংখ্য কর্মসূচি গ্রহণ করেছেন।
এছাড়াও জেলার সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে তিনি গত ১বছরে নেন কার্যকর পদক্ষেপ। এর মধ্যে উডহেড পাবলিক লাইব্রেরির সংস্কার ও উডহেড বুক ক্যাফে নির্মাণ; ‘রাজবাড়ীর ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির আখ্যান’ বইয়ের মোড়ক উন্মোচন; লোকজ মেলা, লাঠিখেলা ও ঘুড়ি মেলার আয়োজন; কাঙ্গালিনী সুফিয়া একাডেমী ও জাদুঘর নির্মাণে সহযোগিতাসহ জেলার সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছেন।
গত ১বছরে কর্মকালীন সময়ে জেলা প্রশাসক সামাজিক ও মানবিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এসবের মধ্যে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ, অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ, দরিদ্রদের মাঝে ঈদ উপহার, কারাগারের শিশুদের ঈদের পোশাক ও খেলনা বিতরণ, কারাবন্দিদের মাঝে বই ও ক্রীড়া সামগ্রী বিতরণ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ সহ অসংখ্য সামাজিক ও মানবিক কাজে তিনি অংশগ্রহণ করেন।
নারী ক্ষমতায়নেও তিনি অগ্রাধিকার দিয়েছেন। এর মধ্যে ‘তৃণমূল পর্যায়ে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প’, নারী উদ্যোক্তাদের মাঝে চেক ও আর্থিক সহায়তা বিতরণ, বেকার ও সুবিধাবঞ্চিত নারীদের কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা অর্জনে সহায়তা করে চলেছেন।
গত এক বছরে খেলাধুলা ও তারুণ্যের বিকাশে জেলা প্রশাসক সুলতানা আক্তারের ছিলো ধারাবাহিক উদ্যোগ। এর মধ্যে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫, রাজবাড়ী স্টেডিয়ামে ক্রিকেট কার্নিভাল, মিনি ম্যারাথনের আয়োজন, তরুণদের আইডিয়া প্রতিযোগিতা, স্কিল ও ইনোভেশন প্রতিযোগিতা-২০২৫ সহ অসংখ্য আরও উদ্যোগ গ্রহণ করেন।
জেলা প্রশাসক সুলতানা আক্তার রাজবাড়ীতে জেলা প্রশাসক হিসেবে যোগদান করার পর থেকেই জেলার যোগাযোগ ও পর্যটন খাতে যুক্ত হয়েছে নতুন সম্ভাবনা। এর মধ্যে রাজবাড়ী-গুলিস্তান বিআরটিসি এসি বাস সার্ভিস চালু, পদ্মা নদীর তীরে ‘পদ্মাপুলক’ পর্যটন পয়েন্ট নির্মাণ, পদ্মাপুলকে দৃষ্টিনন্দন ‘জলকাব্য’ নির্মাণ, পদ্মাপুলক ও গুরুত্বপূর্ণ সড়কে সৌন্দর্যবর্ধক বৃক্ষরোপণ করেন। এছাড়াও টাউন হলের জায়গায় ডিসি টাউন হল পার্ক করার পরিকল্পনা গ্রহণ করেন।
এছাড়াও ভূমি ব্যবস্থাপনায় প্রযুক্তির ছোঁয়া ও সামাজিক সেবায় জোর দেওয়া হয় স্বচ্ছতা। গত এক বছরে ভূমি মেলা ও ভূমি অটোমেশনের প্রযুক্তির ছোঁয়া, ভূমিসেবা সহায়তা কেন্দ্র উদ্বোধন, টিসিবি স্মার্ট কার্ডভোগীর সংখ্যা বৃদ্ধি, ওএমএস চাল বিতরণ তদারকি, গ্রাম আদালতের অগ্রগতি পর্যালোচনা ও গণশুনানি সহ সামাজিক সেবায় জোর দেন।
জেলা প্রশাসক সুলতানা আক্তারের এক বছরের এই কর্মকালীন সময়ে জাতীয় দিবস ও ধর্মীয় উৎসবসমূহ পালিত হয়েছে যথাযথ মর্যাদায়। শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস, বড়দিন উদযাপন, শারদীয় দুর্গাপূজার সার্বিক তদারকি, বীর মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদানে জোর দেওয়া হয়।
পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় তিনি নেন ধারাবাহিক উদ্যোগ। এর মধ্যে তামাক নিয়ন্ত্রণে জন সচেতনতা মূলক কর্মশালা, তামাকমুক্ত দিবসে রাজবাড়ী জেলার জাতীয় সম্মাননা অর্জন-২০২৫, বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা, সাঁতার প্রশিক্ষণ, নদীভাঙন রোধে জরুরি ব্যবস্থা গ্রহণে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
এছাড়াও এই এক বছর কর্মকালীন সময়ে— উপজেলা পরিদর্শন ও উন্নয়ন কর্মকান্ড তদারকি, স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক নিয়োগ কার্যক্রম, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান, তথ্য অধিকার দিবস, যুব দিবস ও জনসংখ্যা দিবস উদযাপন, ফ্রিল্যান্সারদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করেন।
রাজবাড়ী জেলা শহরের কয়েকজন বাসিন্দা জানান, একজন জেলা প্রশাসক শুধু প্রশাসনিক দায়িত্বই পালন করেন না; তিনি হয়ে ওঠেন একটি জেলার উন্নয়ন, সংস্কৃতি ও মানবিক কর্মকা-ের চালিকাশক্তি। গত ১বছরে জেলা প্রশাসক সুলতানা আক্তার যে নিষ্ঠা, দক্ষতা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করেছেন, তা আমাদের সকলের জন্য অনুপ্রেরণার। তার নেতৃত্ব, দিকনির্দেশনা ও মানবিক প্রয়াসে রাজবাড়ী এগিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও আরও অগ্রসর হবে এই আমাদের প্রত্যাশা।
রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, রাজবাড়ী জেলায় যোগদানের আমার এক বছর পূর্ণ হয়েছে। চেষ্টা করেছি এই এক বছরে নিজের সর্বোচ্চটা দিয়ে কাজ করার। কতটুকু পেরেছি সেটা আমার জেলাবাসী ভালো বলতে পারবে। তবে আমি কাজ করার মানসিকতা নিয়ে এসেছি। যতদিন পর্যন্ত সরকার আমাকে এই জেলায় ডিসি হিসেবে রাখবে ততদিন পর্যন্ত আমি এ জেলাবাসীর জন্য কাজ করে যাবো। এজন্য আমি সকলের সহযোগিতা কামনা করছি।


