ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
বালিয়াকান্দির বহরপুর বাজার থেকে ৪০কেজি জাটকা ইলিশ উদ্ধার॥৩জন বিক্রেতার জরিমানা
  • তনু সিকদার সবুজ
  • ২০২০-১২-০১ ১৩:২৩:১৭
বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজার থেকে গতকাল ১লা ডিসেম্বর দুপুরে ৪০ কেজি জাটকা ইলিশ মাছ উদ্ধার করে এতিমখানায় প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজার থেকে ৪০ কেজি জাটকা ইলিশ মাছ উদ্ধার করে এতিমখানায় প্রদান এবং ৩জন বিক্রেতাকে সাড়ে ৪হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

  গতকাল ১লা ডিসেম্বর দুপুরে বালিয়াকান্দি উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম আবু দারদা এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও বালিয়াকান্দি থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করেন। পরে উদ্ধারকৃত জাটকা ইলিশ উপজেলা পরিষদ চত্বরে এনে উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানার উপস্থিতিতে স্থানীয় ৪টি এতিমখানার মধ্যে বিতরণ করা হয়।

পাংশা-কালুখালী উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি
বিশ্ব রেডক্রস-রেড ক্রিসেন্ট দিবসে রাজবাড়ীতে র‌্যালী-আলোচনা সভা
পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
সর্বশেষ সংবাদ