ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
বালিয়াকান্দির বহরপুর বাজার থেকে ৪০কেজি জাটকা ইলিশ উদ্ধার॥৩জন বিক্রেতার জরিমানা
  • তনু সিকদার সবুজ
  • ২০২০-১২-০১ ১৩:২৩:১৭
বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজার থেকে গতকাল ১লা ডিসেম্বর দুপুরে ৪০ কেজি জাটকা ইলিশ মাছ উদ্ধার করে এতিমখানায় প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজার থেকে ৪০ কেজি জাটকা ইলিশ মাছ উদ্ধার করে এতিমখানায় প্রদান এবং ৩জন বিক্রেতাকে সাড়ে ৪হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

  গতকাল ১লা ডিসেম্বর দুপুরে বালিয়াকান্দি উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম আবু দারদা এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও বালিয়াকান্দি থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করেন। পরে উদ্ধারকৃত জাটকা ইলিশ উপজেলা পরিষদ চত্বরে এনে উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানার উপস্থিতিতে স্থানীয় ৪টি এতিমখানার মধ্যে বিতরণ করা হয়।

পাংশায় পদ্মা ব্যারেজ নির্মাণসহ রাজবাড়ীকে এগিয়ে নিতে এখনই সময় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা--খৈয়ম
 রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলীর বাড়িতে চুরি
রাজবাড়ী-১ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সালাম মিয়া
সর্বশেষ সংবাদ