ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
দৌলতদিয়ায় জাপা নেতা মনির হোসেনের পিতার ইন্তেকাল
  • হেলাল মাহমুদ
  • ২০২০-১২-০৪ ১৩:৪০:২৭

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সোনাউল্লাহ ফকীর পাড়ার বাসিন্দা ও জেলা জাতীয় পার্টির যুগ্ম-প্রচার  সম্পাদক মনির হোসেনের পিতা আবুল মোল্লা গত ৩রা ডিসেম্বর রাত সাড়ে ১০টার দিকে নিজ বাড়ীতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

  মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ২ পুত্র ও ৪ কন্যা, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল ৪ঠা ডিসেম্বর সকাল ১০টায় যদু ফকীর পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জানাযার নামাজ শেষে তার মরদেহ দৌলতদিয়া খানকা পাক দরবার শরীফের কবরস্থানে দাফন করা হয়। দল-মত নির্বিশেষে স্থানীয় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ জানাযার নামাজে অংশগ্রহণ করেন। 

   মরহুমের পুত্র ও জেলা জাতীয় পার্টির যুগ্ম-প্রচার সম্পাদক মনির হোসেন জানান, তার পিতা দীর্ঘ দিন যাবৎ শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন। 

 
পাংশায় পদ্মা ব্যারেজ নির্মাণসহ রাজবাড়ীকে এগিয়ে নিতে এখনই সময় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা--খৈয়ম
 রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলীর বাড়িতে চুরি
রাজবাড়ী-১ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সালাম মিয়া
সর্বশেষ সংবাদ