ঢাকা শনিবার, এপ্রিল ২০, ২০২৪
আরডিএ’র বার্ষিক সাধারণ সভা বিতর্ক কর্মশালা-অফিস উদ্বোধন
  • চঞ্চল সরদার
  • ২০২০-১২-০৪ ১৪:০১:২৩

‘রাজবাড়ী ডিবেট এসোসিয়েশন (আরডিএ)’র বার্ষিক সাধারণ সভা, বিতর্ক কর্মশালা ও অফিস উদ্বোধন করা হয়েছে। 

  গতকাল ৪ঠা ডিসেম্বর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এই বার্ষিক সাধারণ সভা ও বিতর্ক কর্মশালার আয়োজন করা হয়। 

  সকালে উদ্বোধনী পর্বের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, বিশেষ অতিথি হিসেবে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডাঃ মোঃ ইকবাল হোসেন ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ইকবাল হোসেন, অন্যান্যের মধ্যে কলেজ শিক্ষক শাহনেওয়াজ পারভেজ, বিকালে সমাপনী পর্বের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মোঃ নূরুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার শিউলি আফছার, প্রাক্তন জেলা শিক্ষা অফিসার আজিজা খানম ও সৈয়দ সিদ্দিকুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। 

  উভয় পর্বের অনুষ্ঠানেই সভাপতিত্ব করেন আরডিএ’র ভারপ্রাপ্ত সভাপতি ফারুক উদ্দিন এবং সঞ্চালনা করেন আরডিএ’র প্রচার সম্পাদক নিলয় সাহা। অনুষ্ঠানের শুরুতে আরডিএ’র প্রয়াত সভাপতি মেজবা-উল-করিম রিন্টু’র স্মরণে ১মিনিট নীরবতা পালন করা হয়। 

  এছাড়াও সকালের উদ্বোধনী অনুষ্ঠান ও বার্ষিক সাধারণ সভার শেষে দুপুরে রাজবাড়ী সমবায় মার্কেটের ৪র্থ তলায় আনুষ্ঠানিকভাবে আরডিএ’র অফিস উদ্বোধন করা হয়। ২য় পর্বের সমাপনী অনুষ্ঠানের পূর্বে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয় এবং সমাপনী পর্বে বিতর্ক কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে সনদ পত্র বিতরণ করা হয়। 

  সবশেষে আরডিএ’র ৪২ সদস্য বিশিষ্ট নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। নতুন কমিটিতে সৈয়দ সিদ্দিকুর রহমানকে সভাপতি এবং ফারুক উদ্দিনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

  কমিটির অন্যরা হলেন ঃ উপদেষ্টা-আজিজা খানম, আখতার হোসেন, শাহনেওয়াজ পারভেজ, ইকবাল হাসান, রেজাউল করিম, আব্দুল হামিদ, রেজাউল ইসলাম, নুরতাজ তাজিয়া, ইকবাল হোসেন, শাহরিয়ার পাভেল, গোলাম সরোয়ার, মোঃ সাইফুল্লাহ্, কমল সরকার, নুরুল হক আলম ও তৈমুর আযম, চীফ মডারেটর-প্রদ্যুত কুমার দাস, মডারেটর-সুরজিত চক্রবর্তী ও আহসান হাবিব, সহ-সভাপতি ঃ সাদমান সাকিব নোবেল, ইয়াসির আরাফাত, নুরুদ্দিন রিয়াদ, রিয়াসাত আখতার নাহাদ, মাকসুদা আক্তার তমা, আনান আফসানা আজাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক-আশফাকুর রহমান, ঈশিতা সুর আপন, সাদমান সাকিব রাফি, সাদ আহমেদ সাদী, তাবাসসুম লিসা, সাংগঠনিক সম্পাদক- তারিক ইবনে হাসান শামস, সহ-সাংগঠিক সম্পাদক ফেরদৌস নাইম, নীলয় সাহা নীল, আহনাফ রাইয়ান, অর্থ সম্পাদক-নুরে এষরাত এষা, সহ-অর্থ সম্পাদক-সৈকত শাহরিয়ার, প্রচার সম্পাদক-রাকিবুর রহমান হৃদয়, সহ-প্রচার সম্পাদক-নুসরাত নাসির বুশরা, শাহরিয়ার আহসান ধ্রুব, দপ্তর সম্পাদক-রিফাত জাহান মীম, সহ-দপ্তর সম্পাদক-হামি হাসনাইন হাসান, বিতর্ক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক-আবির হাসান আদনান, সহ-বিতর্ক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক-আমিমুল এহসান শান্ত, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক-আরাফাত রহমান সিদ্দিকী, সহ তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক-দিয়া চৌধুরী প্রকাশনা সম্পাদক-আফরাজুর রহমান রাহাত, সহ-প্রকাশনা সম্পাদক-তানজিম তামিম, অনুষ্ঠান বিষয়ক সম্পাদক-জান্নাতুল ফেরদৌস আঁখি, সহ-অনুষ্ঠান বিষয়ক সম্পাদক-আদিবা জাহান দিশা, কলেজ বিষয়ক বিতর্ক-সেবন্তি ঘোষ রিমঝিম, সহ-কলেজ বিষয়ক বিতর্ক-ফেরদৌস খান, ফেয়ার স্কুল বিতর্ক বিষয়ক সম্পাদক-উর্মি আক্তার মুন, সহ-স্কুল বিতর্ক বিষয়ক সম্পাদক-তাসনিম জামান এবং সদস্য-তানভীর ইসলাম, মুজাহিদ ইসলাম, কাজী ওয়াসিফ হাসান অর্নো, রাজিয়া ইসলাম, নাজিয়া সুলতানা, ইমতিয়াজ আরেফিন সৌরভ, সামি রহমান, তাইয়্যাবা আনান, আনিশা আজাদ, সামিয়ানা জান্নাত রুকু। 

     

রাজবাড়ীতে নবম বাংলা উৎসবের দ্বিতীয় দিনে গুণীজন সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ
রাজবাড়ী পুলিশের উদ্যোগে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত
রাজবাড়ীর অন্তার মোড়ে পদ্মা নদীতে গোসল করতে ডিপ্লোমা শিক্ষার্থীর মৃত্যু
সর্বশেষ সংবাদ