ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বালিয়াকান্দিতে আওয়ামী লীগের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
  • তনু সিকদার সবুজ
  • ২০২০-১২-০৭ ১৪:২৬:০৬

যথাযোগ্য মর্যাদায় আসন্ন মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের আয়োজনে গতকাল ৭ই ডিসেম্বর বেলা ১১টায় নির্বাহী অফিসারের কার্যালয়ের পুরাতন ভবনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

  বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য আব্দুল হান্নান মোল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সামছুল আলম সূফির সঞ্চালনায় সভায় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্য আব্দুস সাত্তার খান, সহ-সভাপতি ও বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নায়েব আলী শেখ, যুগ্ম-সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন, নারোদ বাছাড়, সাংগঠনিক সম্পাদক সনজিৎ রায়, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ইদ্রিস আলী ফকির, সাধারণ সম্পাদক আবু তারেক বাবলু, উপজেলা যুবলীগের আহ্বায়ক রাসেল খান রিজু, যুগ্ম-আহ্বায়ক শফিকুর রহমান তুহিন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাসন্তী সান্যাল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ মন্টু, নবাবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসান আলী, নারুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, জঙ্গল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কল্লোল বসু, সাধারণ সম্পাদক অরবিন্দু বিশ^াস ও উপজেলা ছাত্রলীগের সভাপতি আনিছুর রহমান আনিছ প্রমুখ বক্তব্য রাখেন। 

  সভায় যথাযোগ্য মর্যাদায় স্বাস্থ্য বিধি মেনে আসন্ন মহান বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 

 
বালিয়াকান্দিতে ঈদের ছুটিতেও চলছে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
সর্বশেষ সংবাদ