ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
কালুখালীতে ক্ষুদ্র-প্রান্তিক কৃষকদের মধ্যে বোরো ধানের বীজ বিতরণ
  • কালুখালী প্রতিনিধি
  • ২০২০-১২-০৭ ১৪:২৬:৩৪
কালুখালী উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে গতকাল ৭ই ডিসেম্বর বিনামূল্যে হাইব্রীড বোরো ধানের বীজ বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ্ আল মামুন -মাতৃকণ্ঠ।

সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে হাইব্রীড বোরো ধানের বীজ বিতরণ করা হয়েছে।  

  কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কালুখালীর আয়োজনে গতকাল ৭ই ডিসেম্বর সকালে উপজেলা পরিষদ চত্বরে এই বীজ বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ্ আল মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা মাছিদুর রহমান ও সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুজিত কুমার নন্দীসহ কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

  উল্লেখ্য, কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় কালুখালী উপজেলার ৭টি ইউনিয়নের নির্বাচিত ২ হাজার ৬৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে জনপ্রতি ২ কেজি করে এই হাইব্রীড(উচ্চ ফলনশীল) বোরো ধানের বীজ বিতরণ করা হয়। 

পাংশা উপজেলা নির্বাচনে বুড়ো চেয়ারম্যান রিংকু ও ইতি ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী
কালুখালীতে চেয়ারম্যান পদে পুনরায় টিটো ভাইস চেয়ারম্যান পদে সুমন ও টুকটুকি বিজয়ী
পাংশা উপজেলা নির্বাচনে অশুভ শক্তির বিরুদ্ধে বিজয়-----জেলা আওয়ামী লীগ নেতা মিতুল হাকিম
সর্বশেষ সংবাদ