ঢাকা শনিবার, মে ২৪, ২০২৫
পাংশায় ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে বিভিন্ন বাগানসহ কৃষিখাতে ৩ কোটি টাকার ক্ষতি
  • মোক্তার হোসেন
  • ২০২০-০৫-২২ ১৮:৫১:২৩
পাংশা উপজেলায় গত বুধবার রাতে ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে বাগানসহ কৃষিখাতে ব্যাপক ক্ষতি হয়েছে -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে বিভিন্ন বাগানসহ কৃষিখাতে প্রায় তিন কোটি টাকার ক্ষতি হয়েছে। গত বুধবার রাতভর ঘূর্ণিঝড়ের ফলে পাংশা পৌরসভাসহ উপজেলার ১০টি ইউনিয়নে এসব ক্ষয়ক্ষতি হয়েছে।
  জানা যায়, পাংশা পৌরসভার সত্যজিতপুর গ্রামের কৃষক রজব আলীর এক একর জমির উপর কলাবাগানে ব্যাপক ক্ষতি হয়েছে। পৌরসভাসহ উপজেলার ১০টি ইউনিয়নে ৪০ হেক্টর জমির কলা-আম-লিচুসহ অন্যান্য বাগানের ক্ষতি হয়েছে। ১৩০ হেক্টর জমির ধান, দেড়হাজার হেক্টর জমির পাট, ১২০ হেক্টর জমির তিল ও  ১শ’ হেক্টর জমির শাক-সবজি নিমজ্জিত হয়েছে। আবহাওয়া ভাল হলে ধান, পাট ও তিলের ক্ষেত অনেকাংশে জেগে উঠবে। 
  পাংশা উপজেলা কৃষি অফিসার জেসমিন আকতার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে নিয়ে সরজমিন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ ক্ষতিগ্রস্ত সত্যজিতপুর গ্রামের কৃষক রজব আলীর কলাবাগানসহ পৌরসভার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।
  এদিকে কোনো কোনো এলাকায় গাছপালা ভেঙে ঘরবাড়ী ও রাস্তার উপর পড়ে। এতে বিদ্যুত সরবরাহ ব্যাহত হচ্ছে। গত বুধবার রাত থেকে গতকাল শুক্রবার পর্যন্ত বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক হয়নি বলে জানা গেছে।

পাংশায় পদ্মা ব্যারেজ নির্মাণসহ রাজবাড়ীকে এগিয়ে নিতে এখনই সময় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা--খৈয়ম
 রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলীর বাড়িতে চুরি
রাজবাড়ী-১ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সালাম মিয়া
সর্বশেষ সংবাদ