ঢাকা বুধবার, মে ৮, ২০২৪
কালুখালী উপজেলার ৫জন জয়িতা নারীকে সম্মাননা
  • কালুখালী প্রতিনিধি
  • ২০২০-১২-০৯ ১৪:৩৪:৩০
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে গতকাল ৯ই ডিসেম্বর দুপুরে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ কার্যক্রমের আওতায় কালুখালী উপজেলার নির্বাচিত ৫জন জয়িতা নারীকে সম্মাননা প্রদান করা হয় -মাতৃকণ্ঠ।

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে গতকাল ৯ই ডিসেম্বর দুপুরে উপজেলা রিসোর্স সেন্টারের হলরুমে মহিলা বিষয়ক অধিদপ্তরের ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ কার্যক্রমের আওতায় উপজেলার নির্বাচিত ৫জন জয়িতা নারীকে সম্মাননা প্রদান করা হয়। 

  কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ্ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ডলি পারভীন, সহকারী কমিশনার(ভূমি) শেখ নুরুল আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তুহিনা সুলতানা, উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রশিদ, রতনদিয়া ইউপির চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা প্রমুখ বক্তব্য রাখেন। 

  আলোচনা পর্বের শেষে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী ক্যাটাগরীতে আরভীন বেগম, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী ক্যাটাগরীতে সাহিদা খাতুন, সফল জননী ক্যাটাগরীতে নুরজাহান বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা ক্যাটাগরীতে মোছাঃ আলেয়া বেগম ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা ক্যাটাগরীতে ফাতেমা পারভীনকে ক্রেস্ট ও সনদপত্র দিয়ে সম্মাননা জানানো হয়।

পাংশা উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা সংক্রান্ত নির্বাচনী ব্রিফিং
পাংশা উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্রে পৌঁছেছে ভোটের সরঞ্জাম
বিদেশে পাঠানোর নামে প্রতারণার অভিযোগে গোয়ালন্দ ঘাট থানায় ভূক্তভোগীদের অভিযোগ
সর্বশেষ সংবাদ