ঢাকা শনিবার, জুলাই ৫, ২০২৫
কালুখালী উপজেলার ৫জন জয়িতা নারীকে সম্মাননা
  • কালুখালী প্রতিনিধি
  • ২০২০-১২-০৯ ১৪:৩৪:৩০
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে গতকাল ৯ই ডিসেম্বর দুপুরে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ কার্যক্রমের আওতায় কালুখালী উপজেলার নির্বাচিত ৫জন জয়িতা নারীকে সম্মাননা প্রদান করা হয় -মাতৃকণ্ঠ।

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে গতকাল ৯ই ডিসেম্বর দুপুরে উপজেলা রিসোর্স সেন্টারের হলরুমে মহিলা বিষয়ক অধিদপ্তরের ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ কার্যক্রমের আওতায় উপজেলার নির্বাচিত ৫জন জয়িতা নারীকে সম্মাননা প্রদান করা হয়। 

  কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ্ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ডলি পারভীন, সহকারী কমিশনার(ভূমি) শেখ নুরুল আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তুহিনা সুলতানা, উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রশিদ, রতনদিয়া ইউপির চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা প্রমুখ বক্তব্য রাখেন। 

  আলোচনা পর্বের শেষে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী ক্যাটাগরীতে আরভীন বেগম, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী ক্যাটাগরীতে সাহিদা খাতুন, সফল জননী ক্যাটাগরীতে নুরজাহান বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা ক্যাটাগরীতে মোছাঃ আলেয়া বেগম ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা ক্যাটাগরীতে ফাতেমা পারভীনকে ক্রেস্ট ও সনদপত্র দিয়ে সম্মাননা জানানো হয়।

পাংশায় গৃহবধূ দীপা রানী আত্মহত্যার প্ররোচনা মামলার আরো ১জন গ্রেপ্তার
 গোয়ালন্দ মঠ মন্দিরে জেলা বিএনপি নেতা এডঃ আসলাম মিয়ার আর্থিক সহযোগিতা
 গোয়ালন্দ মোড়ের আঞ্চলিক কার্যালয়ে বিএনপির ৪টি ইউনিয়নের প্রতিনিধি সভা
সর্বশেষ সংবাদ