ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে রাজবাড়ীতে সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে মানববন্ধন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-১২-১১ ১৬:২৮:৪৭
কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে গতকাল ১১ই ডিসেম্বর সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে রেলগেটের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বরে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে -মাতৃকণ্ঠ।

কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে সম্মিলিত সাংস্কৃতিক জোট রাজবাড়ী জেলা শাখার আয়োজনে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। 

  গতকাল ১১ই ডিসেম্বর বেলা ১১টায় রাজবাড়ী রেলগেটের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বরে এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়। 

  মানববন্ধন চলাকালে ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরো সদস্য ও রাজবাড়ী জেলা শাখার সভাপতি জ্যোতি শংকর ঝন্টু, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আব্দুস সামাদ মিয়া, রাজবাড়ী ডিবেট এসোসিয়েশন (আরডিএ)’র সভাপতি ও সাবেক জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের রাজবাড়ী জেলা শাখার সভাপতি ও জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অসীম কুমার পাল, রাজবাড়ীর আবোল তাবোল শিশু সংগঠনের সাধারণ সম্পাদক ও জেলা বার এসোসিয়েশনের সভাপতি এডঃ মোঃ শফিকুল আজম মামুন, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এডঃ সফিকুল হোসেন সফিক, সাংস্কৃতিক সংগঠন ‘পঞ্চভাস্কর’ এর সহ-সভাপতি ও ডাঃ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক শাহ্ মুজতবা রশীদ আল কামাল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা শাখার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, উদীচী ও রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের পক্ষ থেকে ধীরেন্দ্রনাথ দাস, বেলগাছীর আরশীনগর লালন স্মৃতি সংঘের প্রতিষ্ঠাতা আশরাফুল আলম আক্কাস, জেলা মহিলা পরিষদের প্রোগ্রাম অর্গানাইজার পল্লবী গুহ পলি, চন্দনীর বিকেবি ছাত্র কল্যাণ সংস্থার সভাপতি আলী রেজা ও মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সাহিত্য সম্পাদক ইউসুফ বাশার আকাশ প্রমুখ বক্তব্য রাখেন। 

  বক্তাগণ কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙ্গার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবীসহ মৌলবাদ ও সাম্প্রদায়িক শক্তির অপতৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

  সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যানারে মহিলা পরিষদ, উদীচী, পঞ্চভাস্কর, মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদ, জেলা শিল্পকলা একাডেমী, আরডিএ, আরশীনগর লালন স্মৃতি সংঘ, স্বদেশ নাট্যাঙ্গনসহ মুক্তিযুদ্ধের সপক্ষের প্রগতিশীল বিভিন্ন সাংস্কৃতিক-রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীগণ এই মানববন্ধনে অংশগ্রহণ করেন। 

পাংশা-কালুখালী উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি
বিশ্ব রেডক্রস-রেড ক্রিসেন্ট দিবসে রাজবাড়ীতে র‌্যালী-আলোচনা সভা
পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
সর্বশেষ সংবাদ