রাজবাড়ী জেলার পাংশা উপজেলা শিল্পকলা একাডেমীর পক্ষ থেকে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাসকে বদলী জনিত বিদায়ী শুভেচ্ছা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়েছে।
গতকাল ১৩ই ডিসেম্বর দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের অফিসকক্ষে তাকে বিদায়ী শুভেচ্ছা স্মারক ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা প্রদান করেন শিল্পকলা একাডেমীর সহ-সভাপতি উত্তম কুমার কুন্ডু। এ সময় শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীর ও শিল্পকলা একাডেমীর শিক্ষক হিমাংশু কুন্ডু রকেট প্রমূখ উপস্থিত ছিলেন।
জানা যায়, ইউএনও বিপুল চন্দ্র দাস চলতি ২০২০ সালের ১৬ই আগস্ট পাংশা উপজেলায় যোগদান করেন। উচ্চ শিক্ষার জন্য তার বিদেশ যাওয়ার কথা। এ লক্ষ্যে চলতি সপ্তাহেই সংস্থাপন মন্ত্রণালয়ে যোগদানের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। আর এরই মধ্যে বিভিন্ন দপ্তর ও সংস্থা থেকে তাকে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছে।